১০ হাজার টাকা বোনাস, এক সপ্তাহের ছুটি! পুলিশ কর্মীদের জন্য ঘোষণা রাজ্য সরকারের
শ্বেতা মিত্র, কলকাতা: হোলির আগেই এবার বিরাট চমক দিল রাজ্য সরকার। এবার এক ধাক্কায় পুলিশদের ১০,০০০ টাকা বোনাস সেইসঙ্গে অতিরিক্ত ছুটি দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার মহাকুম্ভ-২০২৫ সমাপ্তি উপলক্ষে গঙ্গা মণ্ডপে আয়োজিত এক বিশেষ সংলাপ অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সময় তিনি মহাকুম্ভকে বিশ্বের বৃহত্তম ও ঐতিহাসিক ঘটনা হিসেবে অভিহিত করেন এবং এটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং পুলিশ বাহিনীর সম্মিলিত প্রচেষ্টার ফল বলে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী পুলিশ সদস্যদের ধৈর্য ও শালীনতার প্রশংসা করেন। সেখানেই মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেন।
যোগী আদিত্যনাথ ঘোষণা করেন যে মহাকুম্ভের সময় কর্তব্যরত ৭৫ হাজার সৈন্যকে ‘মহাকুম্ভ সেবা পদক’ এবং একটি প্রশংসাপত্র প্রদান করা হবে। এছাড়াও, নন-গেজেটেড পুলিশ কর্মীদের ১০,০০০ টাকা বিশেষ বোনাস দেওয়া হবে এবং তাদের সকলকে ধাপে ধাপে এক সপ্তাহের ছুটি দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তাঁর ভাষণে বলেন যে, ‘মহাকুম্ভের মতো বিশাল অনুষ্ঠান একটি বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমরা এটিকে এক বিশাল উচ্চতায় নিয়ে গিয়েছিলাম। এটা আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা যদি সমস্যাটি নিয়ে চিন্তা করি, তাহলে আমরা অজুহাত খুঁজে পাব, কিন্তু যদি আমরা সমাধানের কথা ভাবি, তাহলে আমরা উপায় খুঁজে পাব। আমরা সমাধানের পথ বেছে নিলাম এবং এটিকে বিশ্বের সবচেয়ে বড় ইভেন্টে পরিণত করলাম।’
প্রধানমন্ত্রী মোদীর ‘ঐশ্বরিক-মহা এবং ডিজিটাল কুম্ভ’-এর প্রতিপাদ্য সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে এই অনুষ্ঠানটি ভারতের সাংস্কৃতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতির প্রতীক হয়ে উঠেছে। যারা মহাকুম্ভের সমালোচনা করেছিলেন, তাদেরও তিনি তিরস্কার করে বলেন, যারা মহাকুম্ভের অংশ হবেন, কেবল তারাই এর দক্ষতা এবং মাত্রা বুঝতে পারবেন। কোণে বসে ঘৃণাপূর্ণ মন্তব্য করা সহজ। তিনি মহাকুম্ভের সময় পুলিশ সদস্যদের ধৈর্য ও শালীনতার প্রশংসা করেন এবং বলেন যে কখনও কখনও কিছু লোক জওয়ানদের ধাক্কা দেয়, তবুও আমাদের জওয়ানরা সহনশীলতা দেখিয়েছেন।
আর পড়ুনঃ তথ্য গোপন করে প্রাথমিকে অযোগ্যদের চাকরি! হাইকোর্টের বড় ফ্যাসাদে পর্ষদ
পুলিশ সংস্কারের উপর জোর দিয়ে সিএম যোগী বলেন যে ২০১৭ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি পুলিশ সদস্যদের অবস্থার উন্নতির সংকল্প নিয়েছিলেন। তিনি বলেন, বিলুপ্ত হওয়া ৫৪টি পিএসি কোম্পানি পুনর্বহাল করা হয়েছে। ৩টি মহিলা ব্যাটালিয়ন শুরু করা হয়েছে এবং ১ লক্ষ ৫৬ হাজার পুলিশ সদস্য নিয়োগ সম্পন্ন হয়েছে, এবং ৬০ হাজারের প্রক্রিয়া চলছে। আরও ৩০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পিকে ব্যানার্জীর (PK Banerjee) বাড়িতে রহস্যময় খুন।…
শ্বেতা মিত্র, পাসপোর্ট: গত কয়েকদিনের জন্য সাধারণ সুখবর। এক ধাক্কায় কয়েক গুণ গুণ বাড়তে সকলের।…
Honor 400 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এই লাইনআপে একাধিক ফোন…
Lenovo Idea Tab Pro জানুয়ারি মাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ হয়েছিল। এবার…
এই মুহূর্তে যদি আপনি প্রতি মাসে অর্থ উপার্জনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে…
প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: এবার বিমান থেকে স্রেফ চুরি গেল চাকা! অবাক কাণ্ডে শোরগোল পড়ে গেল…
This website uses cookies.