১২০০ টাকার দিন শেষ, এবার রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে কড়করে ২৫০০ টাকা

দেশজুড়ে মহিলাদের জন্য একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প চালু করা হয়েছে। রাজ্য থেকে কেন্দ্র, সব সরকারই মহিলাদের আত্মনির্ভরশীলতার দিকে বেশি জোর দিচ্ছে। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। এবার রাজ্য সরকার মহিলাদের জন্য নিয়ে আসলো দারুন একটি সুখবর।

মহিলাদের জন্য প্রতি মাসে ২৫০০ টাকা

সম্প্রতি দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে কেন্দ্র করে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগেই রেখা গুপ্তা এক বড়সড় ঘোষণা করে দিলেন। তিনি জানালেন, আগামী ৮ই মার্চ অর্থাৎ বিশ্ব নারী দিবসের মধ্যেই দিল্লির মহিলাদের একাউন্টে ২৫০০ টাকা করে পাঠানো হবে। 

READ MORE:  Jio-এর ধামাকা অফার! ১০০ Mbps ইন্টারনেট, Netflix-সহ একগুচ্ছ OTT একদম ফ্রিতে দিচ্ছে

ভোটের আগে আম আদমি পার্টি দিল্লির মহিলাদের মাসিক ২১০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। পাল্টা বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা ক্ষমতায় আসলে মহিলাদের আরও অর্থ সাহায্য বাড়ানো হবে। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এবার মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে দিল্লির মহিলাদের একাউন্টে সরাসরি ২৫০০ টাকা দেওয়া হবে। 

নারীদের স্বনির্ভর করাই রাজ্যের লক্ষ্য

বিজেপির নতুন সরকার দিল্লিতে মহিলাদেরকে স্বনির্ভর করে তুলতে চায়। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, “আমরা দিল্লিতে প্রতিটি মহিলাকে আর্থিক সহায়তা দিতে চাই। যাতে তারা আরো আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। পাশাপাশি তিনি জানান, ইতিমধ্যেই ৪৮ জন বিজেপি বিধায়ককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে।”

READ MORE:  Indian Navy Recruitment 2025: মাধ্যমিক পাসে ভারতীয় নেভিতে প্রচুর শূন্যপদে গ্রুপ-সি নিয়োগ, বাংলার চাকরিপ্রার্থীদের জন্যও সুযোগ | Madhyamik Pass Job

লক্ষীর ভান্ডারের ধাঁচে রাজ্যের নতুন প্রকল্প

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যেই মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য মহিলাদের আর্থিক সহায়তা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল দিল্লি। বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করার জন্য মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে। 

সূত্রের খবর অনুযায়, ৮ই মার্চের মধ্যেই মহিলাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে বলে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লির একাধিক নারী সরাসরি উপকৃত হবেন।

READ MORE:  WEBCSC Recruitment: উচ্চমাধ্যমিক পাসেই কো-অপারেটিভ সার্ভিসে বিপুল নিয়োগ, দেখুন আবেদনের পদ্ধতি | WEBCSC Recruitment 2025 See Eligibility And Application Process

বর্তমান সময়ে মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকার বদ্ধ পরিকর। দিল্লির নতুন সরকারের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয় তা বলা যায়। তবে এই প্রকল্প কতটা সাফল্য লাভ করবে সেটা সময়ই বলে দেবে। এখন সকলের নজর ৮ই মার্চের দিকে।

Scroll to Top