১২ জিবি র‌্যামের ফোনের সাথে বাম্পার ডিসকাউন্ট, ৯ হাজার টাকার কমে কেনার সুযোগ

সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত পারফরম্যান্সের নতুন ফোন কিনতে চাইলে, ফ্লিপকার্টের বিগ বাঁচাত ডেজ সেলের অফার হাতছাড়া করবেন না। এই সেলে ১২ জিবি পর্যন্ত র‌্যামের (ভার্চুয়াল র‌্যাম সহ) ফোন ৯,০০০ টাকার কমে পাওয়া যাচ্ছে। এদের সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। উপরন্তু, আপনি এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন।

Realme C61

রিয়েলমির এই ডিভাইসের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৮,১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আর আপনি যদি ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে আপনি ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর ইএমআই শুরু মাত্র ২৯৯ টাকা থেকে। এছাড়া এক্সচেঞ্জ অফারে ৭৬৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করা যাবে। ফিচারের কথা বললে, এই ডিভাইসে ৬ জিবি ফিজিক্যাল র‌্যাম এবং ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে, যা মোট র‌্যামকে বাড়িয়ে ১২ জিবি পর্যন্ত করে তুলবে।

READ MORE:  Samsung Galaxy S25 Series: ইংরেজি দুর্বল? এবার বাংলাতেই কথা বলুন AI-এর সঙ্গে, স্মার্টফোনে এল দারুণ সুবিধা | Samsung Galaxy AI Indian Language

রিয়েলমি সি৬১ ফোনটি ইউনিসোক টি৬১২ চিপসেটে চলে। এতে ৬.৭৪ ইঞ্চি HD+ ডিসপ্লে আছে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, এর পিছনে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। সেলফির জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

Infinix Hot 50 5G

ইনফিনিক্স হট ৫০ ৫জি এর ৮ জিবি র‌্যাম (৪ জিবি রিয়েল + ৪ জিবি ভার্চুয়াল) এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। সেল চলাকালীন ৭৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর সর্বনিন্ম ইএমআই ৩৩৪ টাকা। এক্সচেঞ্জ অফারে এই ফোনটি ৮,৯৫০ টাকা পর্যন্ত সস্তা হতে পারে।

READ MORE:  ৪০০০ টাকা ডিসকাউন্ট, সস্তা iPhone 16e প্রথম সেলে বাম্পার ডিসকাউন্টে কেনার বিরাট সুযোগ

ফিচারের কথা বললে, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চি HD+ ডিসপ্লে আছে। এই Infinix ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট। ফটোগ্রাফির জন্য রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo T3 Ultra ফোন ৫ হাজার টাকা ছাড়ে, আজই অফার শেষ

Scroll to Top