১২ মাস FREE কলিং, BSNL-র এই রিচার্জ প্ল্যান রীতিমতো টেক্কা দিচ্ছে জিও, এয়ারটেলকে

ভারত সঞ্চার নিগম লিমিটেডের ঝুলিতে রয়েছে একাধিক কম দামি রিচার্জ প্ল্যান, যা ব্যবহারকারীদের জন্য লাভজনক হতে পারে। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI), টেলিকম কোম্পানিগুলিকে ডেটা ছাড়া সাশ্রয়ী মূল্যের প্ল্যান আনার নির্দেশ দিয়েছে। এর প্রতিক্রিয়ায়, জিও, এয়ারটেল এবং ভিআই কম দামি রিচার্জ বিকল্পগুলি চালু করেছে।

সরকারি টেলিকম প্রদানকারী BSNL-এর নিজস্ব কম খরচের, ডেটা-মুক্ত প্ল্যান রয়েছে অনেক দিন ধরেই। তবে, BSNL-এর সাম্প্রতিক একটি নিয়মিত প্ল্যান প্রতিযোগিতা জমিয়ে দিয়েছে, যা জিও, এয়ারটেল এবং ভিআই-এর জন্য রীতিমতো চ্যালেঞ্জ তৈরি করছে।

READ MORE:  Jio Unlimited Offer: Jio আনল আনলিমিটেড অফার, বিনামূল্যে IPL সহ‌ ৯০ দিন JioHotstar সাবস্ক্রিপশন ও যতখুশি ইন্টারনেট | Jio 299 Plan

যদিও জিও, এয়ারটেল এবং ভিআই, ভয়েস-ওনলি প্ল্যান লঞ্চ করেছে বাজারে। তবুও এই রিচার্জের দাম অনেকের কাছে বেশি মনে হতে পারে। যদি আপনি এই বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সর্বশেষ ভয়েস-ওনলি অফারগুলি ব্যয়বহুল বলে মনে করেন, তাহলে BSNL-এর ১১৯৮ টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। এটি কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে আপনার পকেটে।

আপনি যদি দামি রিচার্জ প্ল্যান রিচার্জ করে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে BSNL-এর ১১৯৮ টাকার বিকল্পটি আপনার দুশ্চিন্তার সমাধান হতে পারে। এই প্ল্যানের মেয়াদ ১২ মাস। তাই, আপনি যদি আজই এটি রিচার্জ করেন, তাহলে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আপনাকে কোনো রিচার্জ করতে হবে না। পুরো এক বছর উপভোগ করতে পারবেন।

READ MORE:  BSNL Holi Offer: রিচার্জে বিনামূল্যে ডেটা ও আনলিমিটেড কল, বিএসএনএল আনল হোলি অফার | BSNL Holi Offer Free 30 Days Validity 2GB Perday Data

এই রিচার্জ প্ল্যান প্রতি মাসে ৩০০ মিনিট টকটাইম প্রদান করে, যা পুরো বছরের জন্য মোট ৩৬০০ মিনিট। এছাড়াও, গ্রাহকরা প্রতি মাসে ৩ জিবি ডেটা পাবেন, যা মেয়াদের সময়কাল অনুযায়ী মোট ৩৬ জিবি। আপনি এই রিচার্জ প্ল্যানে প্রতি মাসে ৩০টি বিনামূল্যে এসএমএস বার্তাও পাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ৯৯ টাকায় আনলিমিটেড ভয়েস কলিং, BSNL-র নয়া রিচার্জ প্ল্যানে চাপে পড়ল এয়ারটেল ও জিও

Scroll to Top