বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম শুভাকাঙ্ক্ষী। রামভক্ত নরেন্দ্রর(Narendra Modi) এই অনুরাগীর নামও রান, রামপাল কাশ্যপ। হরিয়ানার বাসিন্দা তিনি। একদা এক সময়ে পণ করেছিলেন নরেন্দ্র মোদি যতদিন না, প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন খালি পায়েই থাকবেন। জুতো জোড়া শোভা পাবে না তাঁর পায়ে। এবার সেই ভক্তকেই নিজের হাতে জুতো পরিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী মোদি। কিন্তু একেবারে নিজে হাতে কেন? রয়েছে বড় কারণ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
স্বপ্নপূরণ হয়েছে রামপালের
বহু দিনের প্রতিজ্ঞা ছিল নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী না হলে চরণে জুতো তুলবেন না। তেমনটাই মিলে গিয়েছে কাটায় কাটায়। তবে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরও দীর্ঘদিন বলা ভাল বছরের পর বছর খালি পায়েই কাটিয়েছেন রামপাল। কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা গেল, নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তাঁকে চোখের দেখা না দেখে পায়ে জুতো তুলবেন না বলেই পণ করেছিলেন রামপাল। তবে অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে তাঁর।
সোমবার হরিয়ানা সফর চলাকালীন রামপালের সাথে স্বয়ং দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শুধু দেখা করেই সৌজন্যতা রক্ষা করেননি তিনি। সেই সাথে ভক্তের দৃঢ় প্রতিজ্ঞার কথা জেনে, তাঁকে নিজে হাতে করে জুতো পরিয়ে দিয়েছেন নরেন্দ্র। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে মোদি ও ভক্ত রামপালের সেই দৃশ্য।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, নিজের হাতে করে ছাই রঙা জুতো রামপালের পায়ে তুলে দিলেন মোদি। সেই সাথেই আবেগ মিশ্রিত অভিভাবকত্ব দেখিয়েছেন প্রধানমন্ত্রী। রামপালকে জুতো পরিয়ে, খানিকটা বকুনির চলে মোদি বলেন, আর কখনও এমন কাজ করবেন না। মন দিয়ে নিজের কাজ করুন। আত্মাকে কষ্ট দিয়ে লাভ নেই।
অবশ্যই পড়ুন: নববর্ষেই নতুন অধিনায়ক পেয়ে গেল ইস্টবেঙ্গল
রামপালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন মোদির
সম্প্রতি হরিয়ানা সফরে গিয়ে যমুনানগরের এক সভায় বক্তৃতা রাখতে গিয়ে ভক্ত রামপালের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। মোদির বক্তব্য ছিল, রামপালজির মতো মানুষের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। তাঁর ভালবাসায় আমি আপ্লুত। তবে অনুরোধ করব, এমন প্রতিজ্ঞা আর কখনও করবেন না। মোদি বলেন, সমাজের উপকার হয় এমন কাজে মন দিন।