১৪ বছর ধরে হাঁটেন খালি পায়ে, নিজের হাতে জুতো পরিয়ে দিলেন মোদি! কারণ অবাক করবে
বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম শুভাকাঙ্ক্ষী। রামভক্ত নরেন্দ্রর(Narendra Modi) এই অনুরাগীর নামও রান, রামপাল কাশ্যপ। হরিয়ানার বাসিন্দা তিনি। একদা এক সময়ে পণ করেছিলেন নরেন্দ্র মোদি যতদিন না, প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন খালি পায়েই থাকবেন। জুতো জোড়া শোভা পাবে না তাঁর পায়ে। এবার সেই ভক্তকেই নিজের হাতে জুতো পরিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী মোদি। কিন্তু একেবারে নিজে হাতে কেন? রয়েছে বড় কারণ।
বহু দিনের প্রতিজ্ঞা ছিল নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী না হলে চরণে জুতো তুলবেন না। তেমনটাই মিলে গিয়েছে কাটায় কাটায়। তবে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরও দীর্ঘদিন বলা ভাল বছরের পর বছর খালি পায়েই কাটিয়েছেন রামপাল। কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা গেল, নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তাঁকে চোখের দেখা না দেখে পায়ে জুতো তুলবেন না বলেই পণ করেছিলেন রামপাল। তবে অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে তাঁর।
সোমবার হরিয়ানা সফর চলাকালীন রামপালের সাথে স্বয়ং দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শুধু দেখা করেই সৌজন্যতা রক্ষা করেননি তিনি। সেই সাথে ভক্তের দৃঢ় প্রতিজ্ঞার কথা জেনে, তাঁকে নিজে হাতে করে জুতো পরিয়ে দিয়েছেন নরেন্দ্র। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে মোদি ও ভক্ত রামপালের সেই দৃশ্য।
ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, নিজের হাতে করে ছাই রঙা জুতো রামপালের পায়ে তুলে দিলেন মোদি। সেই সাথেই আবেগ মিশ্রিত অভিভাবকত্ব দেখিয়েছেন প্রধানমন্ত্রী। রামপালকে জুতো পরিয়ে, খানিকটা বকুনির চলে মোদি বলেন, আর কখনও এমন কাজ করবেন না। মন দিয়ে নিজের কাজ করুন। আত্মাকে কষ্ট দিয়ে লাভ নেই।
অবশ্যই পড়ুন: নববর্ষেই নতুন অধিনায়ক পেয়ে গেল ইস্টবেঙ্গল
সম্প্রতি হরিয়ানা সফরে গিয়ে যমুনানগরের এক সভায় বক্তৃতা রাখতে গিয়ে ভক্ত রামপালের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। মোদির বক্তব্য ছিল, রামপালজির মতো মানুষের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। তাঁর ভালবাসায় আমি আপ্লুত। তবে অনুরোধ করব, এমন প্রতিজ্ঞা আর কখনও করবেন না। মোদি বলেন, সমাজের উপকার হয় এমন কাজে মন দিন।
মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে সম্প্রতি ভারতে এসেছে Motorola Edge 60 Fusion। কয়েকদিন আগে ছিল এর প্রথম…
Asus ভারতের বাজারে তাদের নতুন ল্যাপটপ সিরিজ ExpertBook P লঞ্চ করল। এই নতুন লাইনআপের অধীনে…
জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম PhonePe তাদের ব্যবহারকারীদের জন্য UPI Circle ফিচার নিয়ে এল। এই ফিচার…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ই এপ্রিল, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
আইকো গত সপ্তাহে ভারতের বাজারে iQOO Z10 5G ফোনটি লঞ্চ করেছে। এটি ৭৩০০ এমএএইচ ব্যাটারির…
অনর সম্প্রতি চীনে Honor Power 5G মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে…
This website uses cookies.