১৫০ টাকাই ফিরিয়ে দিল ভাগ্য, লটারি কেটে রাতারাতি কোটিপতি পুরুলিয়ার পার্থজিৎ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 150 টাকার  লটারি (Lottery) টিকিট কেটেই বাজিমাত! ভাগ্য ফিরল পুরুলিয়ার হুড়া এলাকার এক ব্যক্তির। মাত্র 150 টাকার লটারি টিকিটে বেঁধেছে মোটা অঙ্ক। তবে অঙ্কটা হাজার বা লাখের নয়, একেবারে কোটি টাকার। হ্যাঁ, যৎসামান্য মূল্য দিয়ে টিকিট কেটেই রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন পুরুলিয়ার ওই ভাগ্যবান। তবে মোটা টাকার মালিক হতেই ভয় জেঁকে বসেছিল মনে! আর সেই কারনেই গোটা রাত টিকিট নিয়ে থানাতেই কাটিয়েছিলেন ওই যুবক।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

150 টাকাতেই কোটিপতি!

পুরুলিয়ার হুড়া এলাকার বাসিন্দা পার্থজিৎ মাহাতো। গত শনিবার দুপুরে হুড়া এলাকার কুলগোড়ার এক দোকান থেকে 150 টাকার একটি নাগাল্যান্ড ডিয়ার লটারি কেটেছিলেন। সেদিন রাতেই ছিল খেলা। সেই মতো রাত 8টা বাজতেই টিকিট মিলিয়ে হাঁ হয়ে যান পার্থজিৎ। বুঝতে পারেন তিনি কোটি টাকা জিতেছেন। আর এরপরই তড়িঘড়ি থানায় উপস্থিত হন ওই ব্যক্তি।

READ MORE:  Lottery Yog: মার্চের দ্বিতীয় সপ্তাহে বিশাল যোগ! লটারিতে লক্ষ্মীলাভ হবে এই ৪ রাশির | These Rashis Can Win Lottery In March Second Week

এ প্রসঙ্গে লটারি প্রাপক পুরুলিয়ার হুড়া আমঘাটা গ্রামের বাসিন্দা পার্থজিৎ জানান, শনিবার দুপুরবেলায় হুড়ার কুলগোড়ায় দেড়শ টাকার একটি নাগাল্যান্ড রাজ্যের ডিয়ার লটারি কিনেছিলেন। সেদিন রাত 8 টায় লটারির ফলাফল প্রকাশের কথা ছিল। তাঁর বক্তব্য, রাতে রেজাল্ট মিলিয়ে দেখতেই অবাক হয়ে যান তিনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জীবনে প্রথমবারের মতো কোটি টাকা ফেঁসেছে জেনে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না পার্থজিৎ। নিরাপত্তার জন্য পৌঁছে যান স্থানীয় পুলিশ স্টেশনে। ওই পুরস্কার বিজেতার কথায়, তেমন পুঁজি না থাকায় চিরকাল অল্প পয়সার লটারি কেটে এসেছেন তিনি। তবে এভাবে যে ভাগ্য বদলে যাবে তা কখনও কল্পনাতেও ভাবেননি। বর্তমানে প্রাইজ পাওয়ার পর বড় কাজ করতে পারবেন ভেবেই অত্যন্ত খুশি পার্থ।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এবার শক্তিশালী আর্কাদাগ, ঘরে বসে কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?

ভয়ে ভয়ে রাত কাটিয়েছেন পার্থজিৎ

শনিবার লটারি জিততেই চরম খুশির পাশাপাশি মনে মনে যথেষ্ট ভয় পেয়েছিলেন পুরুলিয়ার ওই লটারি বিজেতা। কেউ যাতে তার লটারি কেড়ে না নেন সেজন্য এক বন্ধুর গাড়িতে করে দাদা কৃপাসিন্ধুকে নিয়ে দ্রুত স্থানীয় থানায় পৌঁছান পার্থজিৎ। থানায় পৌঁছতেই ডিউটি অফিসার কে গোটা ঘটনা খুলে বলেন তিনি। এরপরই গোটা রাতটা টিকিট নিয়ে থানাতেই কেটেছে তাঁর। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সেই টিকিট ভাঙিয়ে প্রাপ্য অর্থ পার্থজিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

READ MORE:  দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে পুরুলিয়ায় চালু হচ্ছে ডবল লাইন! কবে? সুখবর দিল রেল
Scroll to Top