লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১৫ বছরের পুরনো গাড়িতে পেট্রল-ডিজেল ভরাতে দেবে না সরকার, তাহলে চালাবেন কীভাবে | Delhi Ban Fuel 15 Year Old Vehicles

Published on:

গাড়ির বয়স ১৫ বছরের বেশি হলে পেট্রল পাম্পে ভরা যাবে না জ্বালানি। বায়ু দূষণ কমাতে বড় পদক্ষেপ নিতে চলেছে দিল্লি প্রশাসন। এর জন্য শহরজুড়ে প্রতিটি পেট্রল পাম্পে বসানো হচ্ছে বিশেষ গ্যাজেট, যা গাড়ির বয়স শনাক্ত করবে। ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম। যাঁদের গাড়ির বয়স ১৫ বছরের বেশি তাঁরা ৩১ মার্চের পর থেকে পেট্রল পাম্পে জ্বালানি ভরতে পারবেন না।

READ MORE:  Jawa 350 Legacy Edition Launched: রয়্যাল এনফিল্ডের সঙ্গে চলবে ফাইট, Jawa 350 Legacy এডিশন লঞ্চ হল ভারতে | Jawa 350 Legacy Edition Price

বায়ু দূষণ মোকাবিলা করার জন্য কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই কথা জানিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা। এই সপ্তাহের শুরুতেই মন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। মনজিন্দর সিং সিরসা বলেন, “যে সরকার শহরে যানবাহনের নির্গমন কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে।”

১৫ বছরের পুরনো গাড়িতে পাওয়া যাবে না পেট্রল-ডিজেল

তিনি আরও জানান, “আমরা পেট্রল পাম্পগুলিতে এমন একটি গ্যাজেট স্থাপন করছি, যা ১৫ বছরেরও বেশি পুরনো যানবাহন শনাক্ত করবে এবং তাদের কোনও জ্বালানি সরবরাহ করা হবে না।” কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রককে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে।

READ MORE:  Xiaomi SU7 Ultra Launched: 350 কিমি টপ স্পিড, 620 কিমি মাইলেজ, অসাধারণ বৈদ্যুতিক গাড়ি আনল Xiaomi | Xiaomi SU7 Ultra Price

পরিবেশমন্ত্রী জানিয়েছেন, “একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যাঁরা ১ এপ্রিল থেকে কঠোরভাবে বাস্তবায়ন তদারকি করবে। এছাড়াও, আমরা দিল্লিতে প্রবেশকারী ভারী যানবাহনের উপর নজরদারি আরও জোরদার করব, যাতে নিশ্চিত করা যায় যে শহরে প্রবেশের অনুমতি দেওয়ার আগে তারা নির্ধারিত পরিবেশগত মান পূরণ করছে কিনা,”

উল্লেখ্য, দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) ইতিমধ্যেই ১০ বছরের বেশি পুরনো ডিজেল গাড়ি এবং ১৫ বছরের বেশি পুরনো পেট্রল গাড়ি রাস্তায় চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালের একটি নির্দেশিকা অনুযায়ী, ১ জানুয়ারি, ২০২২ এর পরে এই নিয়ম লঙ্ঘন করলে তাদের গাড়ি জব্দ করে স্ক্র্যাপইয়ার্ডে পাঠানো হবে।

READ MORE:  মাইলেজের রাজা Maruti-র এই গাড়ি, মাত্র ৪ লাখেই মধ্যবিত্তের চারচাকার স্বপ্নপূরণ করছে

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.