১৫ বছরের প্রতীক্ষার অবসান, বাংলার হারিয়ে যাওয়া এই রেলপথে এ মাসেই শুরু পরিষেবা
শ্বেতা মিত্র, কলকাতা: কৃষ্ণনগর-আমঘাটা (Krishnanagar-Amghata Rail Project) রেলপথে ফের শুরু হতে চলেছে ট্রেন চলাচল। কাজ শেষ, অবশেষে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলার হারিয়ে যাওয়া এক রেলপথে ফের শুরু হতে চলেছে রেল পরিষেবা বলে খবর। ২০২৫ সালে এটি ভারতীয় রেলের যে অন্যতম মাস্টারস্ট্রোক হতে চলেছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আগে কৃষ্ণনগর-আমঘাটা লাইনে ন্যারো গেজ লাইন দিয়ে ছোট ট্রেন ছুটত। কিন্তু সেটাও নয় নয় করে ১৫ বছর হয়ে গিয়েছে। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম অবধি যেত ট্রেন। তবে আর চিন্তা নেই, কারণ ফের একবার ছুটতে চলেছে এই ট্রেন। তবে আর ন্যারো নয়, এক ধাক্কায় ব্রডগেজ লাইন ধরে চলবে ট্রেন বলে রেল সূত্রে খবর।
সবকিছু ঠিকঠাক থাকলে এই মার্চ মাসেই কৃষ্ণনগর টু আমঘাটা অবধি ব্রডগেজ দিয়ে রেল পরিষেবা চালু হয়ে যাবে দীর্ঘ ১৫ বছর পর। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে এই ব্রডগেজের শিলান্যাস করা হয়। যদিও ২০১০ সাল নাগাদ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেইসময় কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ঘাট অবধি ন্যারো গেজ রেল পরিষেবা বন্ধ হয়ে যায়। আনুমানিক ২৭ কিমির এই লাইনের জন্য রেল বাজেটে টাকাও অনুমোদন করা হয়। যাইহোক, শান্তিপুর থেকে কৃষ্ণনগর অবধি ব্রড গেজের কাজ শেষ হয়ে গেছিল বলে খবর।তবে এবার কৃষ্ণনগর থেকে আমঘাটা অবধিও কাজ সম্পন্ন হয়েছে। এবার অনুমোদন এলেই শুরু করা যাবে রেল পরিষেবা।
এই প্রসঙ্গে বড় দাবি করেছে রেল। শিয়ালদার সিনিয়র ডিওএম পঙ্কজ যাদব জানান, ‘লাইনটি ট্রেন চলাচলের উপযুক্ত হয়ে গিয়েছে। জিএম-এর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ট্রেন চলাচল শুরু হবে।’ এদিকে এই ট্রেন পরিষেবা শুরু হলে উপকৃত হবেন স্থানীয়রাও। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এবার পুরোদমে চালু হোক যাত্রীবাহী ট্রেন পরিষেবা।
প্রীতি পোদ্দার, কলকাতা: বিশ্বের যোগাযোগ ব্যবস্থার চতুর্থ নম্বরে আছে ভারতীয় রেল (Indian Railways)। লক্ষ লক্ষ…
সহেলি মিত্র, কলকাতাঃ তাপপ্রবাহের মাঝেই টানা ঝড়, বৃষ্টি চলছে বাংলাজুড়ে। আর এর জেরে দহনজ্বালা থেকে…
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.