১৫ হাজার টাকার ফায়দা, Asus Zenbook A14 ও VivoBook 16 বুক করলে বিরাট লাভ | Asus VivoBook A16 Asus Zenbook A14 Laptop Pre-order

ভারতে শুরু হচ্ছে Asus Zenbook A14 ও Asus VivoBook 16 এর প্রি-বুকিং। দুটি ল্যাপটপই আজ থেকে প্রি-বুকিং করা যাবে। এর মধ্যে আসুস ভিভোবুক ১৬ মডেলে রয়েছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স চিপসেট। আর জেনবুক এ১৪ ল্যাপটপটি কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর দ্বারা চালিত। জানিয়ে রাখি, Asus Zenbook A14 ও Asus VivoBook 16 আগামী মাসের ১০ তারিখ লঞ্চ হতে চলেছে।

Asus Zenbook A14 ও VivoBook 16 প্রি-বুক করবেন কীভাবে

আসুস এক্সক্লুসিভ স্টোর এবং আসুস ইশপ থেকে আসুস জেনবুক এ১৪ এবং ভিভোবুক ১৬ প্রি-বুকিং করা যাবে। এছাড়াও, ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং ফ্লিপকার্টে উভয় ল্যাপটপ প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ। যারা ডিভাইসগুলি প্রি-বুকিং করবেন তারা ১৫,৯৯৮ টাকা পর্যন্ত সুবিধা পাবেন।

READ MORE:  numBer Navo Buds X1 Launched: ৬০০ টাকার কমে ৫০ ঘন্টা ব্যাটারি লাইফ, দুর্দান্ত TWS ইয়ারবাডস লঞ্চ হল | numBer Navo Buds X1 Price in India

জানা গেছে, আসুস জেনবুক এ১৪ প্রি-বুকিং করলে ব্র্যান্ডেড ইয়ারবাডস, দুই বছরের অতিরিক্ত ওয়ারেন্টি এবং তিন বছর লোকাল অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশনের সুবিধা পাবেন। আবার ভিভোবুক ১৬ প্রি-অর্ডার করলে আসুস মার্শম্যালো কিবোর্ড ও মাউস সেট, তিন বছরের লোকাল অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন এবং দুই বছরের ওয়ারেন্টি এক্সটেনশনের সুবিধা আছে। এই সুবিধাগুলির মোট মূল্য ১১,১৯৭ টাকা।

READ MORE:  ১৬ ইঞ্চি HP থেকে Lenovo ল্যাপটপে বাম্পার ডিসকাউন্ট, এখান থেকে অর্ডার করলে বেশি ফায়দা

ভারতে Asus Zenbook A14 এর দাম শুরু হবে ৯৯,৯৯০ টাকা থেকে এবং Vivobook 16 কেনা যাবে ৬৫,৯৯০ টাকা থেকে। উভয় ল্যাপটপ ৯ মার্চ পর্যন্ত প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ এবং ১০ মার্চ থেকে সেল শুরু হবে।

Asus Zenbook A14 এর ফিচার

এই ল্যাপটপটি স্ন্যাপড্রাগন এক্স১ প্রসেসর দ্বারা চালিত। এতে ১৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১৯২০x১২০০) OLED ডিসপ্লে আছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিটস এইচডিআর পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটির ওজন ১ কেজিরও কম এবং এতে ডুয়েল ফ্যান ডিজাইন পাওয়া যাবে।

READ MORE:  মোবাইলে খেলতে পারবেন বড় বড় গেমস! বাজেট-ফ্রেন্ডলি গেমিং ফোন আনল Asus

Asus VivoBook 16 এর ফিচার

আসুস ভিভোবুক ল্যাপটপে আছে ১৬ জিবি LPDDR5X র‌্যাম ও ৫১২ জিবি এসএসডি এবং স্ন্যাপড্রাগন এক্স১ প্রসেসর। এতে ১৬-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১৯২০ x ১২০০) ডিসপ্লে পাওয়া যাবে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল ৩০০ নিটস।

Scroll to Top