লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১৬,০০০ থেকে বেতন বেড়ে ৩৮,০০০ টাকা! এইসব কর্মীদের জন্যে সেরা খবর

Published on:

আর চিন্তা নেই। মাস গেলে হাতে আসবে কড়কড়ে মোটা টাকা। এই কর্মীদের জন্য জমিয়ে বেতন বাড়াল রাজ্য সরকার। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার নবান্নের এক বিজ্ঞপ্তি অনুসারে, এই বছরের ১ জানুয়ারি থেকে এই চালকদের মাসিক বেতন বৃদ্ধি পাবে।

কোন কর্মীদের সোনায় সোহাগা?

জানা গিয়েছে, কন্ট্রাক্ট ড্রাইভারদের বেতন বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ২,৫০০ টাকা বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত সকল ড্রাইভারদের ন্যূনতম বেতন এখন প্রতি মাসে ১৬,০০০ টাকা হবে। এই বেতন বৃদ্ধি চালকের অভিজ্ঞতার উপর ভিত্তি করে করা হবে।

READ MORE:  RBI 50 Rs Note: বিরাট বদল, ৫০ টাকার নতুন নোট আনছে RBI, পুরনোটার কী হবে? | Reserve Bank Of India Introducing New Indian 50-rupee Note

তারা চাকরিতে আরও বছর বাড়ার সাথে সাথে বেতনও বৃদ্ধি পাবে। পৌরসভা এবং বোর্ড সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত চুক্তিবদ্ধ ড্রাইভারদের মাসিক বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিজ্ঞতার ভিত্তিতে বেতনের বিবরণ

৫, ১০, ১৫ এবং ২০ বছর ধরে কাজ করা ড্রাইভারদের জন্য নতুন বেতন স্কেল নিম্নরূপ হবে:

  • ৫ বছরের অভিজ্ঞতা: ২০,০০০ টাকা
  • ১০ বছরের অভিজ্ঞতা: ২৫,০০০ টাকা
  • ১৫ বছরের অভিজ্ঞতা: ৩১,০০০ টাকা
  • ২০ বছরের অভিজ্ঞতা: ৩৮,০০০ টাকা
READ MORE:  পাকিস্তানের রুপিয়া ডুবছে, ভারতের টাকা চমকে দিচ্ছে বিশ্বকে! ভারতের ১০০ টাকা পাকিস্তানে কত?

অন্যান্য অস্থায়ী কর্মীদের নিয়ে উদ্বেগ

চুক্তিবদ্ধ ড্রাইভারদের বেতন বৃদ্ধিকে স্বাগত জানানো হলেও, অন্যান্য অস্থায়ী কর্মীদের গোষ্ঠী সম্পর্কে উদ্বেগ রয়েছে যারা একই রকম সহায়তা পাননি। এর মধ্যে রয়েছে PHE পাম্প অপারেটর, প্যারা শিক্ষক, ICDS-অঙ্গনওয়াড়ি কর্মী, NSQF বৃত্তিমূলক শিক্ষক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পার্ট টাইম টিচার।

এই কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির অপেক্ষায়। আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে, রাজ্য সরকারের কাছে এই কর্মীদের সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার দাবি তাই ক্রমবর্ধমান। তাই অনেকেই আশা করছেন যে রাজ্য সরকার অন্যান্য অস্থায়ী কর্মচারী এবং শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করে দেখবে।

READ MORE:  IDBI Junior Assistant Manager Recruitment 2025: স্নাতক ডিগ্রিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি, ৬৫০ শূন্যপদে নিয়োগ করছে IDBI ব্যাঙ্ক | IDBI Bank Recruitment
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.