১৬১ বছর পর ভোল বদল! শিয়ালদহ স্টেশন এবার হবে বিমানবন্দরের মতো ঝাঁ চকচকে
সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার প্রাণভোমরা শিয়ালদা স্টেশন (Sealdah Station)। এবার দেশের ব্যস্ততম এই স্টেশন এক নতুন রূপে ধরা দিতে চলেছে। ১৬১ বছর পর পুরনো এই স্টেশন পাবে একেবারে আধুনিক লুক। অমৃত ভারত প্রকল্পের আওতায় শুরু হয়েছে শিয়ালদহ স্টেশনের কাজ। রেল কর্তৃপক্ষ দাবি করছে, কাজ শেষ হলে শিয়ালদহ স্টেশন ঠিক বিমানবন্দরের মতো ঝাঁ চকচকে হবে।
কলকাতার অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহ। প্রতিদিন লাখো লাখো মানুষ এই স্টেশনে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ করছিল স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম, বিশ্রাম কক্ষ, শৌচাগার সবকিছুই অপরিষ্কার এবং বিশৃঙ্খলায় ভরা। এবার সেই সমস্যা মিটতে চলেছে। জানা যাচ্ছে, অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে শিয়ালদহ স্টেশনের উন্নয়নের জন্য ইতিমধ্যেই ২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ে বরাদ্দ হয়েছে ৮.৫ কোটি টাকা, যা দিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে।
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, স্টেশনে ঢোকার এবং বেরোনোর পথ আলাদা করা হবে, যাতে যাত্রীদের ভোগান্তি না হয়। নতুন লুক আনতে বাইরের পরিকাঠামোতেও বড়সড় পরিবর্তন আনা হবে। পাশাপাশি বিশ্রামকক্ষ এবং শৌচাগারগুলি সংস্কার করে আন্তর্জাতিক মানের করা হবে। এখানেই শেষ নয়। স্টেশনে বসবে অত্যাধুনিক LED ডিসপ্লে, যাতে যাত্রীরা সহজে ট্রেনের আপডেট পেতে পারেন। এছাড়া প্ল্যাটফর্মের আলোকসজ্জাকেও আরো উন্নত করা হবে। সূত্র বলছে, শিয়ালদহ স্টেশনকে একেবারে বিশ্বমানের করে তোলা হবে।
শিয়ালদহ স্টেশনের সব থেকে বড় সমস্যা হল অতিরিক্ত যাত্রী এবং যানজট। ব্যস্ত সময়ে প্লাটফর্ম থেকে বের হতে রীতিমতো কালঘাম ছোটে যাত্রীদের। এবার সেই সমস্যা সমাধান করতে চলেছে রেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, স্টেশনের সামনে ট্যাক্সি স্ট্যান্ড সারানোর পরিকল্পনা চলছে। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জন্য নতুন জায়গা করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা চালাচ্ছে রেল।
শুধু শিয়ালদহ নয়। বরং, দমদম স্টেশনও পাবে এক আধুনিক রূপ। প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন এই স্টেশনে। এই স্টেশনের মাধ্যমে মেট্রো থেকে শুরু করে লোকাল ট্রেনে যাতায়াত করেন সাধারণ যাত্রীরা। তাই এই স্টেশনেও যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু উন্নয়ন করা হতে পারে বলে সূত্রের খবর।
রেলের পরিকল্পনামাফিক কাজ হলে প্রথম মাপের কাজ খুব দ্রুত শেষ হবে। তবে পুরো স্টেশনের উন্নয়ন সম্পন্ন হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। রেলের আধিকারিকরা বলছে, যানজট নিয়ন্ত্রণ, নতুন প্রবেশপথ তৈরি এবং স্টেশনের পরিকাঠামো নতুন করে সাজাতে আরো পরিকল্পনা করা হচ্ছে।
রেলযাত্রীদের জন্য সুখবর! অনেকেই হয়তো জানেন না, ভারতীয় রেল প্রতিটি যাত্রীর টিকিটে বিশাল ভর্তুকি দেয়।…
বিক্রয় ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটে ভাগ্য পরীক্ষা? সাহসে কুলোয় না? লোকসানের বদলে লাভও তো…
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। নতুন পেনশন প্রকল্প ঘোষণা করা হল। এ প্রসঙ্গে পেনশন তহবিল…
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: দেশের বৈদ্যুতিক স্কুটারের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে Ultraviolette Tesseract। বুকিং শুরু হয়ে…
পূজা মন্ডল, কলকাতা: IPL-এর নতুন সিজন আজ অর্থাৎ ২২ মার্চ থেকে শুরু হচ্ছে। আর নতুন…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৫ মার্চ বালুরঘাট এক্সপ্রেসে এক মহিলার হেনস্থার খবর উঠে এসেছিল খবরের…
This website uses cookies.