১৭ দিন পর আর রেশন কার্ডে পাবেন না বিনামূল্যে সামগ্রী!
শ্বেতা মিত্র, কলকাতা: দোলের মুখেই এল বড় খবর। আর এই খবর প্রকাশ্যে এসেছে রেশন কার্ড (Ration Card) ধারকদের জন্য। আপনার হাতে আর মাত্র ১৭টা দিন আছে, এর মধ্যে বিশেষ কাজটি না করলে আর রেশন পাবেন না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যেই যারা এখনো অবধি E-KYC করেননি তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। আপনিও যদি সরকারের রোষের মুখে যদি না পড়তে চান তাহলে ঝটপট কাজ করে ফেলুন।
ই-কেওয়াইসি না থাকার কারণে ৪.৭৫ লক্ষেরও বেশি গ্রাহক এখন পিডিএস দোকান থেকে রেশন তুলতে অসুবিধার সম্মুখীন হতে চলেছেন। ১২ লক্ষেরও বেশি গ্রাহককে সরকার প্রতি মাসে প্রতি ইউনিট পাঁচ কেজি শস্য বিনামূল্যে দেয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক ঝাড়খণ্ডের গোড্ডায় মোট ২ লক্ষ ৭২ হাজার ৯০৮টি রেশন কার্ড তৈরি করা হয়েছে, যার মধ্যে ১২ লক্ষ ৯ হাজার ১২৩ জন গ্রাহককে NFSA (জাতীয় খাদ্য সুরক্ষা আইন) এবং JSFSS (ঝাড়খণ্ড রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্প সরকারি প্রকল্প) এর অধীনে রেশন দেওয়া হয়।
জেলায় এখনও পর্যন্ত মাত্র ৭.৩৪ লক্ষ কার্ডধারী ই-কেওয়াইসি করেছেন। একই সময়ে, প্রায় ৪ লক্ষ গ্রাহক এখনও ই-কেওয়াইসি করেননি। যদি ৩১ মার্চের মধ্যে ই-কেওয়াইসি না করা হয়, তাহলে ১ এপ্রিল, ২০২৫ থেকে ই-পাস মেশিন থেকে রেশন তোলা বন্ধ হয়ে যাবে। এই বিষয়ে, গত বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক জিশান কামারের সভাপতিত্বে সরবরাহ বিভাগের কাজের একটি দফাভিত্তিক পর্যালোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসকের কাছে খাদ্য সরবরাহ, পিডিএস কর্তৃক রেশন বিতরণ, রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি এবং অন্যান্য কাজের বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। জেলা সরবরাহ কর্মকর্তা শ্রাবণ রাম জানান যে জেলার মোট ১২ লক্ষেরও বেশি রেশন কার্ডধারীর মধ্যে এখন পর্যন্ত ৭,৩৩,৪৯২ জন কার্ডধারীর ই-কেওয়াইসি করা হয়েছে। পর্যালোচনাকালে, জেলা প্রশাসক বলেন যে ৩১ মার্চের আগে সকল রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি নিশ্চিত করুন।
আপনি সারা দেশের যেকোনো সরকারি রেশন দোকানে গিয়ে আধার সিডিং বা ই-কেওয়াইসি করতে পারেন। এর পাশাপাশি, ফেসিয়াল ই-কেওয়াইসি সুবিধাও পাওয়া যায়। যদি কেউ নিজে থেকে ই-কেওয়াইসি করতে চান, তাহলে তারা ‘মেরা ই-কেওয়াইসি’ অ্যাপ অথবা ‘আধারফেসআরডি’ অ্যাপ ডাউনলোড করে সহজেই ঘরে বসেই ই-কেওয়াইসি করতে পারবেন।
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার গুজরাটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
This website uses cookies.