লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১৮৯ টাকার জনপ্রিয় প্ল্যান ফিরিয়ে আনলো জিও, এবার রিচার্জের খরচ অর্ধেক

Updated on:

রিলায়েন্স জিও আবারো তাদের গ্রাহকদের জন্য দারুন একটি সুখবর নিয়ে আসলো। সম্প্রতি জিও তাদের ৪৪৮ টাকা রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে ৪৪৫ টাকা করে দিয়েছে। এছাড়াও কোম্পানি তার জনপ্রিয় ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান পুনরায় চালু করেছে। এই পদক্ষেপের ফলে অন্যান্য টেলিকম কোম্পানিগুলি যেমন- এয়ারটেল, BSNL এবং Vi এর মধ্যে প্রতিযোগিতা আরো কঠিন হয়ে পড়েছে। 

৪৪৫ টাকায় কী কী সুবিধা থাকবে? 

রিলায়েন্স জিওর নতুন ৪৪৫ টাকার প্ল্যানে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল- 

  • ২৮ দিনের ভ্যালিডিটি থাকবে।
  • প্রতিদিন ২ জিবি করে মোট ৫৬ জিবি ডাটা পাওয়া যাবে।
  • আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাবে।
  • প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। 
  • এছাড়া বিভিন্ন OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে, যেমন- Zee5, JioCinema Premium, SonyLIV, Lionsgate Play, Discovery+, SunNXT, Hoichoi, FanCode, Planet Marathi, Chaupal ইত্যাদি।
READ MORE:  স্বল্প বিনিয়োগ লক্ষ লক্ষ টাকা আয়, এখনই শুরু করুন ড্রাগন ফল চাষ

এছাড়াও গ্রাহকরা Jio TV ও Jio Cloud পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

১৮৯ টাকার প্ল্যান ফিরিয়ে আনলে জিও

রিলায়েন্স জিও সম্প্রতি তাদের জনপ্রিয় ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান পুনরায় ফিরিয়ে এনেছে। এই প্ল্যানটি মূলত ‘affordable packs’-এর ‘ভ্যালু’ সেকশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে পরিষেবা উপভোগ করতে পারবেন।

READ MORE:  বিনামুল্যে রেশনের দিন শেষ! শুধু এবার থেকে এই সমস্ত লোকেরাই পাবে রেশন

৪৪৮ টাকার প্ল্যানের দাম কমানোর কারণ

জিও সম্প্রতি ৪৪৮ টাকার একটি ভয়েস অনলি রিচার্জ প্ল্যান চালু করেছিল। যেখানে ডেটার কোনরকম পরিষেবা নেই। একই মূল্যের প্ল্যান থাকায় গ্রাহকদের বিভ্রান্তি এড়াতে এবং পরিষেবাকে আরো সহজলভ্য করতে জিও ৪৪৮ টাকার আসল প্ল্যানের দাম কমিয়ে ৪৪৫ টাকা করে দিয়েছে। 

জিওর এই নতুন পদক্ষেপের প্রভাব

  • এখন থেকে কম দামে আরো ভালো পরিষেবা উপভোগ করতে পারবেন জিও গ্রাহকরা।
  • এয়ারটেল, বিএসএনএল এবং Vi এর মতো কোম্পানিগুলির জন্য এটি একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠতে পারে।
  • আরো বেশি পরিমাণে OTT প্লাটফর্মের এক্সেস পাবেন।
READ MORE:  Gold And Silver Price Today: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন আজকের নয়া রেট | APR 21 Gold, Silver Price

জিও তার গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করে থাকে। ৪৪৫ টাকার এই নতুন রিচার্জ প্ল্যান ডেটা, কলিং এবং OTT প্লাটফর্মের দিক থেকে অত্যন্ত আকর্ষণীয় একটি প্ল্যান হতে চলেছে। তবে এয়ারটেল এবং BSNl এর এর মত প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.