১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা দিতে খরচ ১০ হাজার কোটি টাকা, কবে পাবেন সরকারি কর্মীরা?
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) পরিশোধের দাবি ক্রমশ জোরাল হচ্ছে। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত তিন কিস্তিতে এই বকেয়া ডিএ পরিশোধে আনুমানিক ১০ হাজার কোটি টাকা খরচ হতে পারে। তবে, অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে বকেয়া ডিএ প্রদান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২০১৬ সালে মোদী সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধি পায়। কিন্তু করোনা মহামারির কারণে ২০২০-২০২১ সময়কালের ডিএ স্থগিত রাখা হয়। কর্মচারী সংগঠনগুলির দাবি, এই বকেয়া অর্থ দ্রুত পরিশোধ করা হোক। তবে, নতুন বেতন কমিশন কার্যকর হলে বেতন কাঠামোতে পরিবর্তন আসতে পারে, যা বকেয়া ডিএ পাওয়ার সম্ভাবনা কমিয়ে দিতে পারে।
সরকারি হিসাব অনুযায়ী, অষ্টম বেতন কমিশন সম্পূর্ণ বাস্তবায়িত হলে কেন্দ্রীয় কোষাগার থেকে বছরে প্রায় ৩০-৩২ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। এতে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কর্মচারী ও ৬৫ লক্ষ পেনশনভোগী। তবে, বকেয়া ডিএ পরিশোধ না হলে কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হতে পারে। সম্প্রতি কর্মচারী সংগঠনগুলি একাধিক বিবৃতির মাধ্যমে দ্রুত বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে।
একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন যে, বকেয়া ডিএ পরিশোধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিশেষজ্ঞদের মতে, নতুন বেতন কাঠামোতে ডিএর হিসাব পুনর্বিন্যাস হতে পারে, ফলে বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এমনকি, ডিএ হার যদি ৩% বাড়ানো হয়, তাহলেও সরকারের অতিরিক্ত ৯-১০ হাজার কোটি টাকা খরচ হবে।
অষ্টম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেতন ৫১,০০০ টাকা বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, বকেয়া ডিএ পরিশোধ না করেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হলে কর্মচারীদের জন্য এটি দ্বৈত সমস্যার কারণ হতে পারে। সরকার কী সিদ্ধান্ত নেয়, তা নির্ভর করবে অর্থনৈতিক ভারসাম্য ও কর্মচারীদের স্বার্থ রক্ষার ওপর।
যদিও কেন্দ্রীয় কর্মচারীরা তাদের বকেয়া পাওয়ার দাবি জানিয়ে চলেছেন, সরকার এখনো এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা দেয়নি। ফলে লক্ষাধিক কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগী সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
চলতি মাসে লঞ্চ হয়েছে Google Pixel 9a। তবে কিছু সমস্যার কারণে ডিভাইসটির বিক্রি এতদিন শুরু…
পকেটের উপর বেশি চাপ না দিয়েও কিনে ফেলতে পারেন ফিচারে ঠাসা আকর্ষণীয় ডিজাইনের স্মার্টওয়াচ। একাধিক…
২০২৪ সালের মাঝামাঝি সময়ে Reliance Jio, Airtel এবং Vodafone-Idea (VI)-র রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে…
প্রীতি পোদ্দার, করাচি: বহু সমাজমাধ্যম ব্যবহারকারীদের ফিডে এক বা একাধিক রসালো অথবা হাস্যকর পোস্ট আসে,…
রাজ্যের কৃষকদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি বাংলা শস্য বীমা প্রকল্পের (Bengal Crop Insurance) আওতায় ফসলের…
মোবাইলে গেম খেলতে কে না পছন্দ করে। তবে সব ফোন সমান ভাবে গেমিং হ্যান্ডেল করতে…
This website uses cookies.