১ এপ্রিল থেকে বদল আসছে পেনশনের নিয়মে, জানুন এবার প্রতি মাসে কত টাকা পাবেন!
২০২৪ সালের ২৪ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন পেনশন প্রকল্প ইউনিফায়েড পেনশন স্কিম (UPS) ঘোষণা করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে এটি কার্যকর হতে চলেছে।
1. পেনশনের পরিমাণ:
– যারা ২৫ বছর বা তার বেশি সময় সরকারি চাকরি করেছেন, তারা অবসরের পর তাদের বেসিক বেতনের ৫০ শতাংশ পেনশন হিসাবে পাবেন।
– যারা ১০ থেকে ২৫ বছরের মধ্যে চাকরি করেছেন, তারাও পেনশন পাবেন।
2. পরিবারিক বা নির্ভরশীল পেনশন:
– ইউপিএসের অধীনে সরকারি কর্মীর পরিবার বা নির্ভরশীলদের বেতনের ৬০ শতাংশ পেনশন হিসাবে প্রদান করা হবে।
3. ন্যূনতম পেনশন:
– যারা ১০ বছরের বেশি চাকরি করেছেন, তারা নিশ্চিতভাবে প্রতি মাসে ১০,০০০ পেনশন পাবেন।
4. অধিকারী কর্মীদের আওতা:
– ২০০৪ সালের পরে যারা অবসর নিয়েছেন, তারাও এই প্রকল্পের আওতায় আসবেন।
5. এনপিএস অপশন:
– কর্মীরা চাইলে ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এর অধীনেও পেনশন অপশন বেছে নিতে পারবেন।
– ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতাধীন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
– যারা ১০ বছর বা তার বেশি সময় সরকারি চাকরিতে রয়েছেন।
1. লাভজনক পেনশন:
– যারা দীর্ঘ সময় পরিষেবা দিয়েছেন, তাদের জন্য নিশ্চিত পেনশন।
2. পরিবারের সুরক্ষা:
– পরিবার বা নির্ভরশীলদের জন্য পেনশন সুবিধা।
3. বিকল্প পদ্ধতি:
– কর্মীরা এনপিএস বা ইউপিএস থেকে যেকোনও একটি পদ্ধতি বেছে নিতে পারবেন।
ইউনিফায়েড পেনশন স্কিমের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পেনশনের নিয়ম আরও সহজ এবং সুবিধাজনক করা হয়েছে। এটি শুধুমাত্র কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে না, বরং তাদের পরিবারের জন্যও আর্থিক স্থিতি বজায় রাখবে। ১ এপ্রিল ২০২৫ থেকে এটি কার্যকর হওয়ার পরে কেন্দ্রীয় কর্মচারীরা দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্বের একটি নতুন পথ খুঁজে পাবেন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL-এ ব্যর্থতার পর AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে কার্যত বিফলে গিয়েছে…
রঙের উৎসব কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে চরম দাবদহের তাণ্ডব (Heat Wave)। আবহাওয়া…
আপনিও যদি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাহলে সাবধান! কারণ ভারত সরকারের সাইবার সিকিউরিটি…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই যেন অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)…
দেশজুড়ে সরকারি শিক্ষকরা (School Teacher) এখন অধির আগ্রহে অপেক্ষা করছে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফের পাকিস্তানের হাওয়া গরম। ভারতের অন্যতম কুখ্যাত শত্রু এবং লস্কর-ই-তৈবা (LeT)-এর সন্ত্রাসী…
This website uses cookies.