১ টাকা ও ২ টাকার কয়েন বাতিল হয়ে যাচ্ছে? দেখুন RBI এর নির্দেশিকা
এবার ১ টাকা ও ২ টাকার কয়েন (Coin) নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। বহু দোকানদার এবং ব্যবসায়ী এখন নাকি এই কয়েন নিতে চাইছে না। যার ফলে সাধারণ মানুষ বিশেষ করে নিম্নবিত্তদের পকেটের কয়েন লেনদেনের বাইরে চলে যাচ্ছে। আর এর জন্য নাকি জেল পর্যন্ত হতে পারে। এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন। কিন্তু হঠাৎ কেন এমন নির্দেশ? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
বাজারে বেশ কিছুদিন ধরে গুজব ছড়িয়েছে, ১ টাকা এবং ২ টাকার কয়েন নাকি বাতিল হয়ে গিয়েছে। কেউ বলছে, ব্যাংকে কয়েন নিচ্ছে না। আবার কেউ বলছে, কেউ নিচ্ছে না বলে আমি নিজেও নিচ্ছি না। আর এই ধরনের গুজব দোকানদার এবং ব্যবসায়ীদেরকে প্রভাবিত করছে। ফলে খুচরো লেনদেনে এই কয়েন নিতে নারাজ হচ্ছে অনেকেই। কিন্তু এতে সবথেকে বেশি সমস্যায় পড়ছেন গরিব মানুষ।
এই পরিস্থিতি সামলাতে বলরামপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক দোকানদার এবং ব্যবসায়ীকে বাধ্যতামূলকভাবে ১ টাকা ও ২ টাকার কয়েন নিতে হবে। পাশাপাশি এসডিও এর মাধ্যমে সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে। মাইকিং করে জনসাধারণ এবং দোকানদারদের কাছেও জানিয়ে দিতে হবে বলেই নির্দেশ।
এমনকি যদি কেউ নির্দেশ মানতে অস্বীকার করেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। প্রয়োজনে জেল এবং জরিমানাও হতে পারে।
যদিও বাজারে নানারকম মিথ্যা গুজব রটিয়ে বেড়াচ্ছে, কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বহুবার জানিয়েছে যে, ১ টাকা এবং ২ টাকার কয়েন সম্পূর্ণ বৈধ এবং লেনদেন করা যাবে। কেউ যদি তা নিতে অস্বীকার করে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলার বেশ কয়েকজন ক্রেতার জানিয়েছেন, “আমাদের কাছে কয়েন থাকে। কিন্তু দোকানে গেলে সেই কয়েন নিতে চায় না। ছোটখাটো কেনাকাটা আমরা করতে পারছি না। এখন প্রশাসনের এই সিদ্ধান্তে অন্তত কিছুটা স্বস্তি মিলবে।” এক দোকানদার জানিয়েছেন, “ভয়ে অনেকেই কয়েন নিচ্ছিল না। এখন প্রশাসন বলেছে, তাই সবাই নিতে বাধ্য।“
এখন দেখার রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত কীভাবে আইনে প্রয়োগ হয় এবং সাধারণ মানুষের আর্থিক মর্যাদা ও নিরাপত্তা রক্ষা পায়।
বর্তমানে বিভিন্ন দামের LED TV পাওয়া যায়। তাই যারা কম খরচে ভালো ফিচারের টিভি কিনতে…
iPhone তৈরির জন্য পরিচিত তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান Foxconn ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একটি নতুন…
বহুপ্রতীক্ষিত ভোজপুরি গান “দিয়া গুল কারা রানি” আবারও ইন্টারনেটে ঝড় তুলেছে। এই গানে পবন সিংহ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম শুভাকাঙ্ক্ষী। রামভক্ত নরেন্দ্রর(Narendra Modi) এই অনুরাগীর নামও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: টানা 5 ম্যাচে লজ্জার হার! শেষ পর্যন্ত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni)…
ভারতের ডিজিটাল অর্থনীতির গল্পে ইউপিআই (UPI) এর প্রভাব সবথেকে বেশি। হ্যাঁ, চায়ের দোকান থেকে শুরু…
This website uses cookies.