লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১ ফেব্রুয়ারি থেকে UPI-তে বন্ধ হচ্ছে এই পরিষেবা, এখনই সতর্ক হন

Published on:

বর্তমানে UPI হল ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। ছোট থেকে বড় কেনাকাটা বিল পেমেন্ট কিংবা টাকা স্থানান্তরের জন্য অধিকাংশ মানুষ এখন UPI ভিত্তিক লেনদেনকে বেছে নিয়েছেন।

কিন্তু ১ লা ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে UPI ব্যবস্থায় একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে, UPI লেনদেনের উপর গ্রাহককে যে স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাঠানো হত তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। 

নতুন এই পরিবর্তনের পেছনে রয়েছে গ্রাহকদের নিরাপত্তা এবং সাইবার প্রতারণা রোধের পরিকল্পনা। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক, এই নতুন নিয়ম কী, কেন এই পরিবর্তন আনা হচ্ছে এবং এটি কীভাবে গ্রাহকদের উপর প্রভাব ফেলবে।

কী পরিবর্তন আসছে UPI-তে?

আগে UPI লেনদেনের পর ব্যবহারকারীদের একটি স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হত, যাতে লেনদেনের পরিমাণ, লেনদেনের নাম্বার এবং অন্যান্য সমস্ত বিবরণ উল্লেখ করা থাকতো।

READ MORE:  এক মাসে ২৪ লক্ষ কোটি টাকার লেনদেন! নয়া রেকর্ড ছুঁয়ে ফেললো UPI

এখন থেকে অর্থাৎ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে এই স্বয়ংক্রিয় নোটিফিকেশন সিস্টেম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ, এখন থেকে UPI ট্রানজেকশনের পর কোনরকম এসএমএস বা নোটিফিকেশন আসবে না। তবে লেনদেন সফল হয়েছে কিনা তাই UPI অ্যাপের ট্রানজেকশন হিস্ট্রি বা ব্যাংক স্টেটমেন্ট থেকে দেখা যাবে।

কেন এই পরিবর্তন?

NCCI এর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, UPI নোটিফিকেশন বন্ধের মূল কারণ হল ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার অপরাধের প্রতারণা রোধ করা।

১. সাইবার নিরাপত্তা জোরদার

বর্তমানে ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ UPI লেনদেন হয়ে থাকে। এর সুযোগ নিয়ে অনেক সাইবার অপরাধী প্রতারণার ফাঁদ করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, ছোট ছোট লেনদেনের মাধ্যমে বড় অংকের টাকা হারিয়ে যাচ্ছে ব্যাঙ্ক থেকে। 

.২. ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা 

UPI লেনদেনের পর যে নোটিফিকেশনটি পাঠানো হতো তা অনেক সময় সাইবার অপরাধীরা কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করত। এই নোটিফিকেশন বন্ধ থাকলে ব্যক্তিগত তথ্য আর ফাঁস হওয়ার কোনরকম সুযোগ থাকবে না।

READ MORE:  BSNL গ্রাহকদের জন্য ধামাকা, এবার বিনামূল্যে ৩০০+ লাইভ টিভি ও OTT এর সুবিধা দিচ্ছে BSNL

৩. অনলাইন ট্রানজেকশন আরো নিরাপদ হবে 

NCCI মনে করছে, এই নতুন UPI সিস্টেম আরো নিরাপদ অনলাইন ট্রানজেকশন আনতে সাহায্য করবে। কারণ গ্রাহকরা সরাসরি অ্যাপে গিয়ে তাদের ট্রানজেকশন চেক করতে পারবেন। 

গ্রাহকদের কী করনীয়? 

  • নোটিফিকেশন বন্ধ থাকলেও গুগুল পে, ফোনপে, পেটিএম বা যে কোন UPI অ্যাপে গিয়ে আপনি লেনদেন সফল হয়েছে কিনা তা চেক করতে পারবেন। 
  • আপনার ব্যাংকের এসএমএস বা মেইল নোটিফিকেশন সক্রিয় রাখুন, যাতে আপনার একাউন্ট থেকে কোন রকম অস্বাভাবিক লেনদেন হলে তো সহজেই বুঝতে পারেন। 
  • যদি আপনি কোন অস্বাভাবিক UPI লেনদেন দেখেন তাহলে দ্রুত আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে অভিযোগ দায়ের করুন।
  • সাইবার অপরাধীরা অনেক সময় ভুয়া নোটিফিকেশন পাঠিয়ে ওটিপি বা ব্যাংকের ডিটেলস চায়। এই ধরনের প্রতারণামূলক মেসেজ বা কল এড়িয়ে চলুন।
READ MORE:  মাত্র ২০ টাকা থাকলেই সিম চালু থাকবে, TRAI এর নির্দেশে জব্দ হল টেলিকম সংস্থাগুলি

নতুন নিয়মের প্রভাব

এই নতুন পরিবর্তন সাধারন ব্যবহারকারীদের কিছুটা প্রভাবিত করতে পারে। কারণ অনেকে সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে লেনদেন চেক করে থাকেন। তবে এটি গ্রাহকদের জন্য নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে চলেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে অনলাইন পেমেন্ট ব্যবস্থা আরো সুরক্ষিত হবে। 

UPI লেনদেনের ক্ষেত্রে ১ লা ফেব্রুয়ারি, ২০২৫ থেকে এই বড় পরিবর্তন আসছে। এখন থেকে আর কোন স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাঠানো হবে না। এটি নিরাপত্তা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই সচেতন থাকুন, লেনদেনের বিবরণ অ্যাপে বা ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করুন এবং সাইবার অপরাধের থেকে সাবধান থাকুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.