প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ খাবার ছাড়া মানুষ দীর্ঘকাল বেঁচে থাকতে পারলেও জল ছাড়া বেঁচে থাকা একেবারেই সম্ভব নয়। কিন্তু যতদিন যাচ্ছে ততই যেন সূর্যদেব নিজের রুদ্ররূপ ধারণ করেই চলেছে। যার জেরে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠছে। তার উপর এই সময় থাকে জলের চাহিদা। কিন্তু সকলের জলের চাহিদা পূরণ করতে গিয়ে বেশ নানা সমস্যার মুখোমুখি হতে হয় পৌরসভাকে। তাই এবার জলের এই চাহিদা মেটাতে হাওড়া পুরসভা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
হাওড়ায় জল নিয়ে বড় সিদ্ধান্ত পুরসভার
হাওড়া (Howrah) পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী ১ মে থেকে ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডে টাইম কলে জল দেওয়ার সময় নিয়ে বড় পরিবর্তন করা হবে। এমনিতেই সেখানে সকালে জলের টাইমিং দেওয়া থাকে সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত। এবং দুপুরে সাড়ে ১২টা থেকে ২টো পর্যন্ত জল দেওয়া হয়ে থাকে। তবে এবার এই সময় সূচিতে বড় পরিবর্তন আনা হচ্ছে। তবে সকালে নয় দুপুরে জল দেওয়ার সময় পরিবর্তন হবে। জানা গিয়েছে আগামী ১ মে থেকে দুপুর ১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত জল দেওয়া হবে বাসিন্দাদের।
পরিবর্তন হবে জলের সময়
শুধু তাই নয়, ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দুপুরের পাশাপাশি সন্ধে বেলাতেও জল দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে। হাওড়া পুরসভার বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যেখানে এতদিন হাওড়ার বাসিন্দারা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জল পেতেন। সেখানে মে মাসের ১ তারিখ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জল পাবেন পুর নাগরিকরা। এদিকে জল দেওয়ার এই পরিবর্তন নিয়ে একাধিক মতভেদ তৈরি হয়েছে। অনেকেই এই সিদ্ধান্তের প্রতি বিরোধিতা জানিয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
হাওড়া পুরসভার এমন সিদ্ধান্তের নেওয়ার কারণ নিয়ে অনেকেই প্রশ্ন তুললে পুরসভা স্পষ্ট জানিয়ে দেয় যে কিছুদিন আগেই ২২নং ওয়ার্ডে জলের পাইপ ফেটে গিয়ে গোটা এলাকা জলশূন্য হয়ে পড়েছিল। যার ফলে জলের চাহিদা মেটাতে এবং পরিস্থিতি সামাল দিতে ১৫টি জলের ট্যাংকার পাঠানো হয়েছিল। এছাড়াও কলকাতা, হাওড়া এলাকায় অতিরিক্ত গরমের জন্য জলের চাহিদা অনেকটাই বেড়ে যায়। তাই সে কথা মাথায় রেখেই বদল আনা হয়েছে সময়ে।