লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১.৮ লক্ষের নীচে আয় হলেই মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার, নয়া প্রকল্প সরকারের

Published on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ মুদ্রাস্ফীতির ভারে দেশের বহু মানুষের প্রাণ ওষ্ঠাগত। কীভাবে খরচ কমানো যায় সেদিকে নজর রয়েছে। বিশেষ করে হেঁশেল নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্য রইল সুখবর। এবার মাত্র ৫০০ টাকা দিয়েই আপনি রান্নার গ্যাস পেয়ে যাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে রাজ্য সরকারের তরফে এমন প্রকল্প আনা হয়েছে যার দরুন উপকৃত হবেন বিশেষ করে রাজ্যের মহিলারা। এই প্রকল্পে আবেদন করলে আপনিও মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার পেয়ে যেতে পারবেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মাত্র ৫০০ টাকায় গ্যাস দিচ্ছে সরকার

রাজ্যের বিজেপি সরকার দারিদ্র্যসীমার (BPL) নীচে বসবাসকারী প্রায় ৫২ লক্ষ মহিলাকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দিতে প্রস্তুত। আপনিও যদি হরিয়ানার বাসিন্দা হয়ে থাকেন এবং মহিলা হয়ে থাকেন তাহলে অনায়াসেই এত কম দামে গ্যাস পেয়ে যাবেন। সরকারের তরফে আপনাকে রেজিস্ট্রেশনের সুযোগও দিচ্ছে। এর আওতায় ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার পেতে মহিলাদের আলাদাভাবে তাদের নামে নিবন্ধন করতে হবে। রাজ্যে তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠনের সাথে সাথেই মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি হর ঘর-হর গৃহিণী প্রকল্প (Har Ghar Har Grihini Yojana) চালু করেন এবং সস্তা গ্যাস সিলিন্ডার নিবন্ধনের জন্য epds.haryanafood.gov.in পোর্টাল চালু করেন।

READ MORE:  ‘পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, এদিকে স্বাস্থ্য….’ রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

প্রকল্পের জন্য যোগ্যতা

১) আবেদনকারী মহিলাকে হরিয়ানার স্থায়ী বাসিন্দা হতে হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

২) বার্ষিক পারিবারিক আয় ১.৮ লক্ষ টাকার কম।

৩) পারিবারিক পরিচয়পত্র আবশ্যক।

৪) এছাড়াও, আধার কার্ড, গ্যাসের কপি, রেশন কার্ড, ব্যাঙ্কের কপি এবং মোবাইল নম্বর প্রয়োজন।

৫) আবেদনকারীর অবশ্যই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় প্রাপ্ত একটি গ্যাস সংযোগ থাকতে হবে।

READ MORE:  উত্তরবঙ্গে দূর হবে বিদ্যুৎ বিভ্রাট, গরমের আগেই বিরাট উদ্যোগ রাজ্য সরকারের

৬) আপনার যদি আয়ুষ্মান কার্ড বা বিপিএল রেশন কার্ড থাকে, তবুও আপনি এই প্রকল্পের জন্য যোগ্য।

এভাবে রেজিস্ট্রেশন করুন

১) প্রথমে, খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগ হরিয়ানার ওয়েবসাইট epds.haryanafood.gov.in-এ যান ।

২) হোম পেজটি খুললে, “হর ঘর হর গৃহিণী যোজনা” বিকল্পে ক্লিক করুন।

৩) তারপর “রেজিস্ট্রেশন ফর্ম” এ ক্লিক করুন। ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে।

৪) পেজটি আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আপনার পারিবারিক পরিচয়পত্র জানেন কিনা। এখানে “হ্যাঁ” অথবা “না” বিকল্পের মধ্যে একটি নির্বাচন করুন।

READ MORE:  8th Pay Commission: ৪০ থেকে ৫০% অবধি বাড়বে বেতন, পেনশন! সরকারি কর্মীদের লাগল লটারি | Good News For Government Employees

৫) পরবর্তী পেজে আপনার পারিবারিক পরিচয়পত্র এবং ক্যাপচা কোড লিখুন।

৬) “Send OTP” এ ক্লিক করুন। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে OTP পাঠানো হবে, যা আপনাকে যাচাই করতে হবে।

৭) OTP নিশ্চিতকরণের পরে, আবেদনপত্রটি খুলবে যেখানে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে।

৮) এর সাথে, গ্যাস সংযোগের তথ্য যেমন গ্যাস এজেন্সির নাম এবং গ্রাহক নম্বর লিখতে হবে।

৯) প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন।

১০) অবশেষে, “জমা দিন” বোতামে ক্লিক করুন। ক্লিক করলে, আপনি একটি নিবন্ধন নম্বর বা রসিদ পাবেন, এটি নিরাপদে রাখুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.