২০০০ টাকার নোটের খেলা শেষ, বড় আপডেট দিল এবার RBI

ভারতে ২০০০ টাকার নোটের ভবিষ্যৎ নিয়ে বহুদিন আলোচনা চলে আসছে। তবে এবার ভারতীয় রিজার্ভ ব্যাংক বড় ঘোষণা করে জানিয়ে দিল যে, ২০০০ টাকার নোটের খেলা প্রায় শেষ। হ্যাঁ ঠিকই শুনেছেন। চলুন দেখে নেওয়া যাক, ভারতীয় রিজার্ভ ব্যাংক ২০০০ টাকার নোট নিয়ে কি আপডেট নিয়ে এসেছে। 

কী বলছে RBI-এর নতুন আপডেট?

১৯মে, ২০২৩ তারিখে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল যে, ২০০০ টাকার নোট বাজার থেকে সম্পূর্ণরূপে তুলে নেওয়া হবে। সেই সময় গ্রাহকদের ব্যাংকে নোট বিনিময় এবং জমা দেওয়ার জন্য শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখন ২০০০ টাকার নোটের সংখ্যা কতটা কমেছে জানেন? ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য। 

READ MORE:  ই-শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র, এভাবে আবেদন করুন

সাম্প্রতিক সেই রিপোর্ট অনুযায়ী ১৯শে মে, ২০২৩ তারিখে বাজারে ৩.৫৬ লক্ষ কোটি টাকা ২০০০ টাকার নোট ছিল। তবে ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫-এ মাত্র ৬৪৭১ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট বাজারে রয়ে গেছে। অর্থাৎ, প্রায় ৯৮.১৮% ২০০০ টাকার নোট ফিরে গেছে ভারতীয় রিজার্ভ ব্যাংকে। 

কোথায় জমা দেওয়া যাবে এখনো এই নোট?

যদিও ৭ই অক্টোবর, ২০২৩ পর্যন্ত দেশের সমস্ত ব্যাংকে ২০০০ টাকার নোট জমা দেওয়া বা বদল করার সুযোগ ছিল। কিন্তু বর্তমানে শুধুমাত্র RBI-এর ইস্যু অফিসেই এই ২০০০ টাকার নোট বদল করা যাবে। 

READ MORE:  Bank Share: UCO সহ ৩ ব্যাঙ্ক নিয়ে চরম পদক্ষেপের পথে কেন্দ্র, দেশজুড়ে হইচই | UCO And 3 Banks Shares Selling By Central Government

৯ই অক্টোবর, ২০২৩ থেকে RBI-এর এই অফিসগুলিতে ২০০০ টাকার নোটের মালিক বা প্রতিষ্ঠান তাদের টাকা জমা দিতে পারছেন। অথবা, কেউ চাইলে পোস্ট অফিসের মাধ্যমেও ২০০০ টাকার নোট এই ইস্যু অফিসে পাঠিয়ে দিতে পারে। এর ফলে সেই নোটের মূল্য তার ব্যাংক একাউন্টে জমা দিয়ে দেওয়া হবে। 

২০০০ টাকার নোট এখনো বৈধ

এখন সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল, আরবিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ২০০০ টাকার নোট এখনো সম্পূর্ণরূপে বৈধ। অর্থাৎ, এটি লেনদেনের জন্য অগ্রাহ্য হয়নি। তবে এর ব্যবহার সীমিত হয়ে গেছে। অর্থাৎ, এখন আপনি চাইলে এই নোট আর ব্যবহার করতে পারবেন না। 

READ MORE:  8th Pay Commission: ৯২% অবধি বাড়ছে বেতন, পেনশন! হোলির মধ্যেই সরকারি কর্মীদের জন্য এল সুখবর | May Pension And Salary Hike To 92%

কেন ২০০০ টাকার নোট তুলে নেওয়া হল?

২০০০ টাকার নোট তুলে নেওয়ার পেছনে ভারতীয় রিজার্ভ ব্যাংক যে বিষয়গুলিকে উল্লেখ করেছে সেগুলি হল, নগদ লেনদেনের স্বচ্ছতা বাড়ানো, নোটের চাহিদা কমে যাওয়া, ছোট মূল্যের নোট ব্যবহারের প্রবণতা বাড়ানো এবং নকল নোট রোধ করা। 

সাধারণ মানুষের কী করনীয়?

যদি আপনার কাছে এখনো এই ২০০০ টাকার নোট থেকে থাকে, তাহলে দ্রুত ভারতীয় রিজার্ভ ব্যাংকের ইস্যু অফিসে গিয়ে নোট বদলে ফেলুন, অথবা ডাকঘরের মাধ্যমে সেই নোট জমা দিয়ে দিন। অন্যথায় ভবিষ্যতে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।

Scroll to Top