২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজার কাঁপাবে Vivo X200 Ultra, থাকবে ২৪ জিবি পর্যন্ত র্যাম
ভিভোর নতুন স্মার্টফোন, Vivo X200 Ultra শীঘ্রই লঞ্চ হতে চলেছে। যদিও ফোনটির লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে নতুন একটি রিপোর্টে ডিভাইসটির কিছু স্পেসিফিকেশন ফাঁস করা হয়েছে। জানা গেছে, Vivo X200 Ultra স্মার্টফোনে ৬.৮ ইঞ্চি 2K LTPO OLED ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি Vivo X100 Ultra এর উত্তরসূরি হিসাবে লঞ্চ হবে।
জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন উইবোতে ভিভো এক্স২০০ আল্ট্রার ডিজাইন এবং হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। তার পোস্ট অনুসারে, ডিভাইসে পাতলা বেজেল এবং সামান্য কার্ভড এজ সহ ৬.৮ ইঞ্চি ২কে এলটিপিও ওএলইডি ডিসপ্লে থাকবে। পিছনে পাওয়া যাবে গোলাকার ক্যামেরা আইল্যান্ড, যার মধ্যে থাকবে ১/১.২৮ ইঞ্চি সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১/১.২৮ ইঞ্চি সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স এবং ১/১.৪ ইঞ্চি সেন্সরযুক্ত ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।
এদিকে ভিভো এক্স২০০ আল্ট্রা ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ২৪ জিবি পর্যন্ত LPDDR5X র্যাম এবং ২ টিবি UFS 4.0 স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। এতে আইপি৬৮/আইপি৬৯ রেটেড বিল্ড এবং ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি, Vivo X200 Ultra কে Vivo X200 এবং X200 Pro এর হাই-এন্ড ভ্যারিয়েন্ট হিসাবে বিবেচনা করা হয়। উভয় মডেল অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল এবং আশা করা হচ্ছিল শীঘ্রই এগুলি বিশ্ব বাজারে পা রাখবে। সেক্ষেত্রে এপ্রিলে Vivo X200 Ultra লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য গত মে মাসে Vivo X100 Ultra লঞ্চ হয়েছিল।
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
This website uses cookies.