২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Xiaomi 15 Ultra ও Xiaomi 15 ভারতে লঞ্চ হল, রয়েছে মারকাটারি ফিচার | Xiaomi 15 Ultra & Xiaomi 15 Launched in India

দোলের আগে ভারতে লঞ্চ হয়ে গেল Xiaomi 15 সিরিজের স্মার্টফোন। এই সিরিজে দুটি ফোন এসেছে, যেগুলি হল – Xiaomi 15 ও Xiaomi 15 Ultra। উভয় ডিভাইস প্রিমিয়াম রেঞ্জে এসেছে এবং এগুলিতে ফ্ল্যাগশিপ ফিচার পাওয়া যাবে। এদের ডিসপ্লে, ব্যাটারি এবং ক্যামেরা সবেতেই অত্যাধুনিক প্রযুক্তি সামিল আছে। চলুন Xiaomi 15 ও Xiaomi 15 Ultra এর ভারতে দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Xiaomi 15 Series: ভারতে দাম ও সেল অফার

ভারতের শাওমি ১৫ মডেলের দাম ৬৪,৯৯৯ টাকা এবং শাওমি ১৫ আলট্রা মডেলের দাম ১,০৯,৯৯৯ টাকা। শাওমি ১৫ আল্ট্রা স্মার্টফোনের সাথে একটি বিনামূল্যের ফটোগ্রাফি কিট লেজেন্ড সংস্করণও যুক্ত করেছে কোম্পানি, যার জন্য কোনও টাকা দিতে হবে না। ডিভাইসগুলির প্রি-বুকিং ১৯ মার্চ থেকে শুরু হবে।

READ MORE:  Xiaomi 15 Ultra-কে টক্কর দিতে আসছে Samsung Galaxy S25 Edge, কি কি ফিচার সহ কবে লঞ্চ হবে | Samsung Galaxy S25 Edge Launching in April 2025

লঞ্চ অফার হিসেবে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা শাওমি ১৫ ফোনে ৫,০০০ টাকা এবং শাওমি ১৫ আল্ট্রা মডেলে ১০,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন।

Xiaomi 15 এর ফিচার ও স্পেসিফিকেশন

শাওমি ১৫ মডেলে রয়েছে ১২০০ x ২৬৭০ পিক্সেল রেজোলিউশন-সহ ৬.৩৬-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে যুক্ত আছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি টেলিফোটো লেন্স এবং একটি আলট্রাওয়াইড লেন্স। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,২৪০ এমএএইচ এবং এই ব্যাটারি ৯০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  Xiaomi 15 Ultra Camera: শাওমির 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোনে বাজার কাঁপছে, ফিচার্স শুনলে থ হয়ে যাবেন! | Xiaomi 15 Ultra Launch Date February 26

Xiaomi 15 Ultra এর ফিচার ও স্পেসিফিকেশন

আল্ট্রা মডেলে আছে ৬.৭৩ ইঞ্চি AMOLED LTPO স্ক্রিন রয়েছে, যার রেজোলিউশন ৩২০০ x ১৪৪০ পিক্সেল। এটিতে ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে। পিক ব্রাইটনেস ৩,২০০ নিটস পর্যন্ত। এই ফোনের বিশেষত্ব হল, অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং এর ডিসপ্লেটি Xiaomi এর শিল্ড গ্লাস ২.০ দ্বারা সুরক্ষিত, যা কোম্পানির দাবি অনুযায়ী ড্রপ টেস্টে এটি ১৬ গুণ বেশি টেকসই।

READ MORE:  অ্যাপলের দৌড় শেষ! ক্যামেরায় আইফোনকে হারিয়ে রেকর্ড গড়বে Vivo-র এই দুর্ধর্ষ ফোন | Vivo X200 Ultra Beat iPhone in Video Recording

এতে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত UFS ৪.১ স্টোরেজ। ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৭০ মিমি টেলিফটো লেন্স এবং ১০০ মিমি জুম ক্যামেরা-সহ স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেলের HP9 সেন্সর। ডিভাইসটিতে ১৪ মিমি আল্ট্রাওয়াইড লেন্সও রয়েছে। সামনের সেলফি ক্যামেরা রয়েছে ৩২ মেগাপিক্সেল। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫,৪১০ এমএএইচ এবং ৯০ ওয়াট ওয়্যারড ও ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট‌ করে।

Scroll to Top