বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস বাংলার রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এমন দাবি জানিয়েই রাজ্য পুলিশের ডিরেক্টরকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। চিঠিতে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন রয়েছে বহু সিআরপিএফ অফিসার। তবে কাজ করে গেলেও রাজ্য সরকারের তরফে প্রাপ্য অর্থ পাচ্ছেন না তাঁরা, এমনটাই অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তাদের তরফে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কেন্দ্রীয় বাহিনীর খরচ বহন করে রাজ্য?
সাধারণত বছরের বিভিন্ন সময়ে রাজ্যে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পাঠানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। তাছাড়াও সারা বছরই বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়ে থেকে সিআরপিএফ জওয়ানদের। অনেকেই হয়তো জানেন না, যে সমস্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হয় সেই সব জায়গায় বেছে বেছে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করে রাজ্য। যার মধ্যে রয়েছে জঙ্গলমহল, বিমানবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা।
এই এলাকাগুলির দায়িত্ব থাকে মূলত কেন্দ্রীয় বাহিনীর অফিসার ও জওয়ানদের হাতে। এছাড়ও রাজ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হলে কিংবা ভোট পূর্ববর্তী সময়ে একাধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় রাজ্যে। ফলত, স্বাভাবিকভাবেই সিআরপিএফ কর্মীদের খরচ বহন করতে হয় রাজ্য সরকারকে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সেই মোতাবেক প্রতি 6 মাস অন্তর ডিউটি বাবদ রাজ্য সরকারকে বকেয়া বিল পাঠাতে থাকে কেন্দ্রীয় বাহিনী। তবে অভিযোগ, দীর্ঘদিন হয়ে গিয়েছে এখনও পর্যন্ত সিআরপিএফের পুরনো বকেয়া মেটায়নি রাজ্য সরকার। এমনিতেই প্রকল্প নিয়ে কেন্দ্রের বঞ্চনার মাঝে নাকি কেন্দ্রীয় বাহিনীর বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে 2094 কোটি টাকায়। আর সেই অর্থ মেটানোর জন্য ইতি মধ্যেই রাজ্য পুলিশের ডিরেক্টরকে চিঠি দিয়েছে CRPF।
অবশ্যই পড়ুন: বিক্রি হয় শেষ সম্বল! ছেলের স্বপ্ন পূরণে বিরাট বলিদান দেন বাবা সঞ্জীব, কোন ক্লাসে পড়ে বৈভব?
কেন্দ্রীয় বাহিনীর বকেয়া মেটানোর কাজ করছে নবান্ন
নিয়ম অনুযায়ী, সিআরপিএফ কর্মীদের খরচ বাবদ প্রতি 6 মাস অন্তর রাজ্যকে বকেয়ার চিঠি দেয় কেন্দ্রীয় বাহিনী। প্রথমত বকেয়ার চিঠি পাঠানো হয় রাজ্য পুলিশে ডিরেক্টরকে, পরবর্তীতে ডিরেক্টরের ঘর থেকে সেই চিঠি যায় নবান্নে। কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ, দিনের পর দিন চিঠি পৌঁছেছে, তবে পুরনো বকেয়া এখনও মেটায়নি বাংলার সরকার। অন্যদিকে নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর কাজের বকেয়া অর্থ যত দ্রুত সম্ভব মেটানোর কাজ চলছে। সূত্রের খবর, মোট বকয়ের কিছুটা অংশ CRPF-কে মিটিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।