লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

২০ হাজার টাকার মধ্যে ৪৩ ইঞ্চি Smart TV, সবচেয়ে সস্তা মডেলের দাম ১৩ হাজার টাকা | Best Smart TV 43 inch Display Under 20000

Published on:

আপনি যদি বড় স্ক্রিনের স্মার্ট টিভি কিনতে চান এবং বাজেট ২০,০০০ টাকার কম হয়, তবে এই আর্টিকেল আপনার কাজে আসবে। এখানে আমরা অ্যামাজনে উপলব্ধ ৪৩ ইঞ্চি স্মার্ট টিভির একটি লিস্ট শেয়ার করবো। এই লিস্টে থাকা টিভিগুলি ২০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আসুন কোন কোন মডেল এই দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Hisense E43N Series Smart TV 43E43N (Black)

অ্যামাজনে এই টিভির দাম ১৮,৯৯৯ টাকা। ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের সুবিধা নিয়ে এই দাম আরও কমানো যাবে। এতে রয়েছে ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি ডিসপ্লে। সঙ্গে রয়েছে ৩০ ওয়াট সাউন্ড। টিভিটি ওটিটি অ্যাপ সাপোর্ট সহ এসেছে।

READ MORE:  Oppo Pad SE: ওপ্পোর প্রথম এসই ট্যাবলেট বাজারে আসছে, বিশাল ডিসপ্লে সহ থাকবে প্রচুর র‍্যাম-স্টোরেজ | Oppo Pad SE Specification

Blaupunkt CyberSound G2 Series TV (43CSG7105)

এই টিভিটি অ্যামাজনে ১৭,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের সুবিধা নিয়ে দাম আরও কমানো যাবে। টিভিতে রয়েছে ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি ডিসপ্লে। সঙ্গে আছে ৪৮ ওয়াট সাউন্ড। এতেও ওটিটি অ্যাপ সাপোর্ট করবে।

Kodak 9XPRO Series Smart TV 439X5081 (Black)

এই টিভিটি অ্যামাজনে ১৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের ফায়দাও এখানে নেওয়া যাবে। এতে আছে ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি ডিসপ্লে। সঙ্গে রয়েছে ৩০ ওয়াট সাউন্ড। এটি একাধিক ওটিটি অ্যাপ সাপোর্ট সহ এসেছে।

READ MORE:  Haier M80F Mini LED 4K Smart TV Display: 85 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন ও দুর্দান্ত কালার সিস্টেম সহ Haier M80F Mini LED 4K স্মার্ট টিভি লঞ্চ হল | Haier M80F Mini LED 4K Smart TV Launched in India

VW Playwall Frameless Series Smart TV VW43F1 (Black)

অ্যামাজনে এই টিভির দাম ১৩,২৯৯ টাকা। এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের সুবিধা নেওয়া যাবে। এই টিভিতে আছে ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি ডিসপ্লে। সঙ্গে রয়েছে ২০ ওয়াট সাউন্ড। টিভিটি ওটিটি অ্যাপ সাপোর্ট সহ এসেছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.