২১ রাজ্যে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত ঝড় জল দুর্যোগের আশঙ্কা, কেমন থাকবে বাংলার আবহাওয়া

চলতি বছরে শীত জাঁকিয়ে পড়বে পড়বে করতে করতেই যেন বাংলা থেকে পরিসমাপ্তি ঘটতে চলেছে শীতের।‌ ব্যাপক রকমের পরিবর্তন ঘটেছে আবহাওয়ার। সকালের দিকে আকাশের মুখভার তারপর রোদ্দুর উঠলে যেন গা জ্বালিয়ে দিচ্ছে। কেমন যেন এক বসন্তের হাওয়া বইছে। শীতের হাওয়া যেন নেই।

জানা গেছে, দু-দুটি পশ্চিমা ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের কারণে এই মুহূর্তে আমূল পরিবর্তন হয়েছে ভারতবর্ষের আবহাওয়ার। আর যা বদলাতে শুরু করেছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই। আগামী ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে আবহাওয়া একই রকম ভাবে খারাপ থাকবে বলে আগাম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

READ MORE:  মার্চেই দুই কিস্তিতে DA, এরিয়ার প্রদান! পেনশনভোগীদের জন্য ৬০০ কোটি! ঘোষণা সরকারের

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কোথাও বৃষ্টি কোথাও ঘন কুয়াশার চাদরে আবৃত থাকবে। কেমন অবস্থা থাকবে পশ্চিমবঙ্গের? দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠানামা এখন‌ও চলছে। জানা গেছে, বুধবার পর্যন্ত তাপমাত্রা সামান্য কমবে। আবার তাপমাত্রা বাড়বে বৃহস্পতিবার। দু-তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তবে আশার কথা, সপ্তাহান্তে আবার‌ও নিম্নমুখী হবে পারদ। শীতের হালকা আমেজ উপভোগ করতে পারবেন মানুষ।

READ MORE:  ইজরায়েল হামাস যুদ্ধের কারনে বাজারে তৈরি হয়েছে অস্থিরতা, বিনিয়োগকারীরা হারালেন ৪ লক্ষ কোটি টাকা

তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় খামখেয়ালীপনা চললেও উত্তরবঙ্গের আবহাওয়ায় তেমন কোন‌ও পরিবর্তন হবে না‌। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রায় তেমন রদবদল নেই। উল্লেখ্য, স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ। আগামী সপ্তাহে শীতের হালকা আমেজ ফিরলেও, আবহাওয়া দফতর সূত্রে খবর ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শীত পুরোপুরি বিদায় নেবে বাংলা থেকে।

 

READ MORE:  শীতকালীন পোশাক শোকানর সহজ উপায়
Scroll to Top