লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

২১ হাজার টাকার ফায়দা, শুরু হচ্ছে Samsung Galaxy S25 সিরিজের ডেলিভারি

Updated on:

তাক লাগানো ফিচার নিয়ে বাজারে হইচই ফেলে দিয়েছে Samsung Galaxy S25 সিরিজ। মূলত এই সিরিজে এআই ফিচার সবথেকে বেশি পাওয়া যাবে। এবার কোম্পানি জানাল, ভারতে যারা এই সিরিজের ফোনগুলি প্রি-অর্ডার করেছেন তাদের জন্য ডেলিভারি শীঘ্রই শুরু হবে। কয়েকদিনের মধ্যে ডেলিভারি শুরু হবে Galaxy S25 Ultra, Galaxy S25 Plus এবং Galaxy S25 ফোনের।

২৩ জানুয়ারি থেকে Samsung.com-এর পাশাপাশি শীর্ষস্থানীয় অনলাইন এবং অফলাইন দোকানগুলিতে Galaxy S25 সিরিজের প্রি-অর্ডার গ্রহণ শুরু করেছে কোম্পানি। ক্রেতারা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত Galaxy S25 সিরিজের প্রি-অর্ডার করতে পারবেন।

READ MORE:  এই Samsung ফোন ব্যবহারকারীদের মাথায় বাজ, অ্যান্ড্রয়েড ১৫ হতে যাচ্ছে শেষ আপডেট | Samsung Galaxy Smartphone Get Last Android 15 Update

ভারতে Samsung Galaxy S25 সিরিজের দাম

Galaxy S25 এর ১২ জিবি ও ২৫৬ জিবি ভার্সনের দাম ৮০,৯৯৯ টাকা। Galaxy S25+ এর দাম ৯৯,৯৯৯ টাকা এবং Galaxy S25 Ultra এর দাম ১,২৯,৯৯৯ টাকা থেকে শুরু। Galaxy S25 সিরিক আইসিব্লু, সিলভার শ্যাডো, নেভি এবং মিন্টের মতো রংয়ে উপলব্ধ। Galaxy S25+ নেভি এবং সিলভার শ্যাডো রংয়ে পাওয়া যাবে। আর Galaxy S25 Ultra টাইটানিয়াম সিলভার ব্লু, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম হোয়াইট সিলভার এবং টাইটানিয়াম ব্ল্যাক রংয়ে এসেছে।

READ MORE:  কম দামি ফোনে নজর শাওমির, এবার সস্তায় 108MP ক্যামেরার সঙ্গে আসছে Redmi 13x 5G

Samsung.com থেকে Galaxy S25 Ultra কিনলে গ্রাহকরা তিনটি এক্সক্লুসিভ রঙ বেছে নেওয়ার বিকল্প পাবেন – টাইটানিয়াম জেডগ্রিন, টাইটানিয়াম জেটব্ল্যাক এবং টাইটানিয়াম পিঙ্কগোল্ড। Samsung.com থেকে যদি Galaxy S25 এবং Galaxy S25+ কেনেন তাহলে তিনটি এক্সক্লুসিভ রংয়ের বিকল্পও পাবেন – ব্লুব্ল্যাক, কোরালরেড এবং পিঙ্কগোল্ড।

আরও পড়ুনঃ BGMI সহ বিভিন্ন মোবাইল গেম খেলার জন্য দুর্দান্ত স্মার্টফোন আনছে Realme, এই মাসেই লঞ্চ

কী অফার রয়েছে?

Galaxy S25 Ultra প্রি-অর্ডার করলে ক্রেতারা ২১,০০০ টাকার প্রি-অর্ডার সুবিধা পাবেন। এর মধ্যে ১২,০০০ টাকার স্টোরেজ আপগ্রেড অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে গ্রাহকরা ১২ জিবি এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দামে, ১২ জিবি এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্ট কিনতে পারবেন। এর সঙ্গে ৯,০০০ টাকার আপগ্রেড বোনাসও পাবেন।

READ MORE:  Samsung Galaxy S25 5G Discount: নতুন Samsung Galaxy S25 5G ফোনে ৪৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, এখান থেকে অর্ডার করুন | Samsung Galaxy S25 5G Price

Galaxy S25+ প্রি-অর্ডার করলে গ্রাহকরা ১২,০০০ টাকার সুবিধা পাবেন। কারণ তারা ১২ জিবি এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্ট কিনতে পারবেন, ১২ জিবি এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দামে। Galaxy S25 প্রি-অর্ডার করা গ্রাহকরা আপগ্রেড বোনাস হিসেবে ১১,০০০ টাকার সুবিধা পাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.