২২ গজ থেকে দাদাগিরি আর এবার কি ওয়েব সিরিজের পর্দা কাঁপাবেন সৌরভ গাঙ্গুলী? খাকি ২'তে বিরাট চমক
তিনি বাংলার মহারাজ। একটা সময় দাপিয়েছেন ২২ গজে। বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে একের পর এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন। আর এবার তিনি নাকি অভিনেতা। তাকে নিয়ে বায়োপিক করার কথা থাকলেও এবার আর বায়োপিক নয় তিনি স্বয়ং আসছেন অভিনয়ে।
হ্যাঁ অবশ্যই বলছি প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা। নেটফ্লিক্সের পর্দায় আসতে চলেছে খাকি টু। ইতিমধ্যেই খাকি দ্যা বেঙ্গল চ্যাপ্টারকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে খেলার। শাশ্বত, প্রসেনজিৎ, জিৎ, মহাক্ষয়, পরমব্রত একাধিক সব নামিদামি অভিনেতার সমাহার এই সিরিজে।
টলি পাড়ার দুই সুপারস্টার রীতিমতো একে অপরের সঙ্গে পাল্লা দেবেন এই ওয়েব সিরিজে। আর সেই সিরিজেই নাকি দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বলেন টা কী? ক্রিকেটার থেকে সরাসরি অভিনেতা? যদিও বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য অভিনয়টা মোটামুটি করতে পারেন প্রায় সমস্ত ক্রিকেটাররাই।
সম্প্রতি পুলিশের পোশাক পরে অর্থাৎ খাকিতে দেখা মিলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আর তারপর থেকেই গুঞ্জন শুরু, তিনিও নাকি এবার ধরা দেবেন মেগাস্টারদের এই মহামিলনে। নীরজ পাণ্ডে পরিচালিত এই ওয়েব সিরিজের প্রথম পর্বে দেখানো হয়েছিল বিহারের অপরাধ জগৎ। আর এবার দেখানো হবে বাংলার অপরাধ জগত। সেই সঙ্গে তুলে ধরা হবে পুলিশের কার্যক্রম।
তবে কি সত্যিই সৌরভ গঙ্গোপাধ্যায় অভিনয় করতে চলেছেন এই ওয়েব সিরিজে? আজ্ঞে না! আসলে তিনি ছিলেন এই ওয়েব সিরিজের প্রমোশনাল ভিডিও শুটিংয়ে। সেখানেই খাকির পোশাকে ভাইরাল হয়েছে তার ছবি। জানা গেছে এই সিরিজের প্রচারে রীতিমতো একেবারে পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিয়েছিলেন তিনি।
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
This website uses cookies.