লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

২৫ এপ্রিল বড়সড় ঘোষণা করতে পারেন আম্বানি

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে এপ্রিল বিরাট বোর্ড মিটিং করতে চলেছে। এই দিনটিতে আসতে পারে বিনিয়োগকারীদের জন্য খুশির জোয়ার। কারণ এই মিটিং-এ ঘোষণা হতে পারে চূড়ান্ত ডিভিডেন্ড এবং আরো কিছু চোখধাঁধানো সিদ্ধান্ত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী হতে চলেছে এই বোর্ড মিটিং-এ?

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেই বোম্বে স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যে, আগামী ২৫শে এপ্রিল তারা জানুয়ারি-মার্চ কোয়ার্টার এবং গোটা ২০২৪-২৫ অর্থবর্ষের উপর চূড়ান্ত ডিভিডেন্ড প্রদানের বিষয়ে রিপোর্ট প্রকাশ করবে। বেশ কিছু বিশ্লেষক মনে করছে, এবারের ডিভিডেন্ট হতে পারে বিনিয়োগকারীদের জন্যে বেশ আকর্ষণীয়। 

READ MORE:  Smart TV OS: অ্যান্ড্রয়েডকে টক্কর! স্বদেশী অপারেটিং সিস্টেম JioTele OS লঞ্চ করল আম্বানি, কী সুবিধা মিলবে? | Mukesh Ambani's Jio Launch New Operating System

পরিকল্পনা চলছে তহবিল সংগ্রহের

সুত্রের খবর, এবার শুধু ডিভিডেন্ড নয়, রিলায়েন্স বোর্ডের বৈঠকে আলোচনায় আসতে পারে তহবিল সংগ্রহের বিষয়টিও। বর্তমানে সংস্থাটি নন-কনভার্টিবল ডিবেঞ্চার (NCD) ইস্যু করার কথা ভাবছে, যা কিনা বেসরকারি প্লেসমেন্টের মাধ্যমে একাধিক ধাপে সম্পন্ন করা হতে পারে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

রিলায়েন্সের শেয়ারের বর্তমান গতি

সপ্তাহের শেষ ট্রেডিং দিনে অর্থাৎ, বৃহস্পতিবার রিলায়েন্সের শেয়ারের মূল্য একধাক্কায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১২৭৪.৫৫ টাকা। যদিও হিসাব বলছে, ৭ই এপ্রিল এই শেয়ারের মূল্য ৫২ সপ্তাহের মধ্যে সবথেকে তলানিতে ঠেকেছিল। সেই সময় শেয়ারের দাম ছিল মাত্র ১১১৫.৫৫ টাকা। তবে সর্বোচ্চ মূল্য উঠেছিল ১৬০৮.৯৫ টাকা। এখন বিশেষজ্ঞরা মনে করছেন, ২৫শে এপ্রিলের ঘোষণার দিকে নজর রেখে বিনিয়োগকারীরা আবারও রিলায়েন্সের শেয়ারের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে।

READ MORE:  ট্রাক ভর্তি মুরগি একাই কিনে ফেললেন অনন্ত আম্বানি, পিছনে রয়েছে মানবিক কারণ

রিলায়েন্সের ডিসেম্বরের ফলাফল

রিলায়েন্সের গত জানুয়ারি মাসে প্রকাশিত ২০২৩-এর ডিসেম্বর কোয়ার্টারের রিপোর্টে সবাইকে রীতিমতো চমক লাগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যায়, নেট প্রফিট বেড়ে দাঁড়িয়েছে ২১,৮০৪ কোটি টাকা। পাশাপাশি মোট আয় দাঁড়িয়েছে ২, ৪৩,৮৬৫ কোটি টাকা, যা বিগত বছরের তুলনায় ৭% বেশি। শুধু তাই নয়, রিটেল সেগমেন্টে সংস্থাটি উপার্জন করেছে ৯০,৩৩৩ কোটি টাকা। আর এটি ৮.৮% বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

READ MORE:  বাতিল হতে পারে বহু রেশন কার্ড! আপনি যোগ্য কি না পাই টু পাই হিসেব নেবে আয়কর দফতর

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.