বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহম্মদ রিজয়ানদের বিপক্ষে বিরাট জয়ের পর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে একপ্রকার জায়গা পাকা হয়ে গিয়েছে ভারতের (Team India)। টিম ইন্ডিয়ার পাশাপাশি সেমির মঞ্চে অবস্থান শক্ত হয়েছে নিউজিল্যান্ডেরও। তবে তার আগে রয়েছে গ্রুপ পর্বেরুশেষ ম্যাচ। আর এই মহারণেই শক্তিশালী কিউই বাহিনীর বিরুদ্ধে মাঠে নামবে রোহিত শর্মারা। সূত্র বলছে, এই ম্যাচেই 25 বছর আগেকার প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে জাতীয় দলের ছেলেদের।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কিউইদের বিপক্ষে পুরনো প্রতিশোধ তুলবে ভারত!
বহু প্রতিক্ষিত চ্যাম্পিয়নস ট্রফির আসরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। প্রথম মঞ্চ জয়ের পর পাকিস্তানকে নাস্তানাবুদ করে সেমির আসরে একপ্রকার জায়গা পাকা হয়ে গিয়েছে বিরাট কোহলিদের। তবে সেমিফাইনালে ওঠার আগে ভারতকে নিউজিল্যান্ড বাহিনীর মোকাবিলা করতে হবে। আর এই ম্যাচেই বহু পুরোনো হিসেব মেটানোর অপেক্ষায় রয়েছে রোহিতরা।
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, প্রথম দুই ম্যাচে ধারাবাহিক জয়ের পর চ্যাম্পিয়নস ট্রফির চলতি মরসুমে প্রথমবারের জন্য নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে, মেন ইন ব্লু। যাদের কাছে ঘরের মাঠেই গত বছর টেস্ট সিরিজ এ চুনকাম হয়েছিল ভারত। তবে সেই পরাজয়ের দুঃখ তো রয়েছেই পাশাপাশি 25 বছর আগেকার পরাজয় যন্ত্রনা নিয়েও কিউইরের চেপে ধরবে বিরাটরা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
হিসেব বাকি ভারতের
2 মার্চ দুবাইয়ের মাটিতে নামার আগে নিজেদের পুরো দমে প্রস্তুত করছে নিউজিল্যান্ড। একইভাবে আইসিসি ইভেন্ট গুলিতে অংশগ্রহণকারী শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে নিজস্ব অস্ত্রে শান দিয়ে নিচ্ছেন ভারতীয়রা। রিপোর্ট বলছে, নিউজিল্যান্ড হলো সেই দল যারা প্রায় প্রতিবারই আইসিসি টুর্নামেন্টে ঝামেলার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এবার সেই দলের বিপক্ষেই নিজেদের ক্ষমতা জাহির করার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে পারলে 25 বছর আগেকার পরাজয় ভুলতে পারবে ভারত। হ্যাঁ, 2000 সালের চ্যাম্পিয়নস ট্রফিতে এই নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে পরাস্ত হয়েছিল ভারতীয় দল। এবার সেই পুরনো হিসেব চোকানোর সুযোগ রয়েছে রোহিতদের হাতে। যা করতে পারলে দুবাইয়ের মাঠে নতুন রেকর্ড তো তৈরি হবেই সেই সাথে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আসুন দখল করবে ভারতীয় দল।