২ বছর পর রেপো রেট কমালো RBI, EMI এর বোঝা এবার অনেকটাই কমবে

ঋণ গৃহীতাদের জন্য একটি বড় স্বস্তির খবর সামনে আসলো। দীর্ঘ ২ বছর পর ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমানোর ঘোষণা করল। শুক্রবার মনিটারি পলিসি কমিটির বৈঠকে শেষে এই ঘোষণা করেছেন আরবিআই এর গভর্নর সঞ্জয় মলহোত্রা। এর ফলে হোম লোন, গাড়ি লোন বা অন্যান্য ঋণের ইএমআই অনেকটাই কমতে পারে। 

নতুন রেপো রেট কত হলো?

এর আগে রেপো রেট ছিল ৬.৫%।, তবে এবার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছে। রেপো রেট হ্রাসের ফলে বাণিজ্যিক ব্যাংক থেকে অনেক সস্তায় ঋণ নিতে পারবে, যা সাধারণ ঋণগ্রহীতাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। 

READ MORE:  মেয়াদের আগে ঋণ শোধ করলে দিতে হবেনা জরিমানা, নতুন নিয়ম চালু করল RBI

কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো?

২০২২ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত একাধিক দফায় রেপো রেট বাড়িয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। সেই সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে লাগাতার দশ দফায় রিপোর্ট অপরিবর্তিত রাখার পর এবার রেপো রেট হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মলহোত্রা বলেছেন, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে থাকায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে রেপো রেট কমানোর প্রয়োজনীয়তা হয়েছে। তবে বৈশ্বিক অর্থনীতির ধীরগতি প্রভাবে ভারতে কিছুটা প্রভাব পড়ছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

READ MORE:  বিনামূল্যে ট্রেনিং করিয়ে চাকরি দিচ্ছে প্রধানমন্ত্রী, সাথে মিলবে মোটা অঙ্কের স্টাইপেন্ড

রেপো রেট কমলে কী প্রভাব পড়বে?

  • যারা হোম লোন, গাড়ি লোন বা অন্য কোন লোন নিয়েছেন তাদের জন্য এবার কম পরিমাণে ইএমআই দিতে হবে। 
  • ঋণের সুদের হার কমার ফলে ছোট এবং বড় ব্যবসায়ীরা সহজ শর্তে ঋণ নিতে পারবেন, যা অর্থনীতির গতিকে বাড়িয়ে তুলবে। 
  • যদিও রেপো রেট কমানো হয়েছে, তবে সঞ্চয় পার ফিক্সড ডিপোজিট এর উপর সুদের হার তেমন কোন পরিবর্তন করা হচ্ছে না। 

মনিটারি পলিসি কমিটির বৈঠক

ভারতীয় রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটিতে ৬ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে তিনজন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিনিধি এবং তিনজন বাইরের বিশেষজ্ঞ ছিলেন। এই বৈঠকে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

READ MORE:  Gold Rate: ১.২৫ লক্ষ পার করবে দাম! আজকে সোনার রুপোর দর নিয়ে বিরাট আপডেট | Todays Gold And Silver Price

রেপো রেট কমানোর পিছনে কারণ?

  • ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন অর্থনৈতিক ফ্রেমওয়ার্কের ফলে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ করা হয়েছে।
  • বিশ্ব অর্থনীতি ধীরগতিতে চললেও ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখার চেষ্টা চলছে। 
  • সুদের হার কমলে ঋণের চাহিদা বাড়বে, যা সামগ্রিকভাবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। 

আরবিআই এর ভবিষ্যৎ পদক্ষেপ 

বিশেষজ্ঞরা মনে করছেন, রেপো রেট কমানোর মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থনীতিকে আরো শক্তিশালী করতে চাইছে। যদিও সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এখনো কঠিন। তবে ভারতীয় অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে বলে দাবি করছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর।

Scroll to Top