২-৩ দিন নয়, একটানা মিলবে ৯ দিনের ছুটি! দেখে নিন নবান্নর ভ্যাকেশন লিস্ট
প্রীতি পোদ্দার, কলকাতা: এপ্রিল মাস পড়তেই একাধিক ছুটির তালিকায় নিয়ে এসেছে সরকার। বাংলা নববর্ষ থেকে শুরু করে একের পর এক উৎসব রয়েছে এই সময়। আর এই গোটা মাস জুড়ে, রয়েছে একাধিক ছুটির দিন। যার ফলে স্কুল, কলেজ, ব্যাঙ্ক এবং অফিসও ছুটি থাকবে। আসলে প্রতিদিনের কাজের ব্যস্ততায় ছুটি প্রায় মেলে না। শনি ও রবি ছাড়া হাতে গোনা কয়েকটি থাকে ছুটির দিন। যার ফলে দূরে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয় না। তবে এবার সরকারি কর্মীরা (WB Government Employees) ১ দিন অথবা ২ দিন নয়, টানা ৯ দিনের ছুটি নিতে পারবে। হাত খুলে সেই সুযোগ দিচ্ছে সরকারও।
আগামী সপ্তাহে রাজ্য সরকারি অফিসগুলিতে মোট তিনদিন ছুটি রয়েছে। আগামী সোমবার ড. বি আর আম্বেদকরের জন্মদিন ও মঙ্গলবার বাংলা নববর্ষের কারণে ছুটি থাকছে। এবং ওই সপ্তাহেই শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষ্যে ছুটি থাকছে। মাঝে শুধু বাকি থাকছে বুধ ও বৃহস্পতিবার। আর ওই দুইদিন ছুটি নিলে সোম থেকে শনি-রবিবার মিলিয়ে মোট নয় দিন টানা ছুটি পেতে পারে সরকারি কর্মীরা। কিন্তু সরকারি কর্মীদের ছুটির নিয়ম অনুযায়ী টানা ছ’দিনের বেশি ছুটি হয়ে গেলে ক্যাজুয়াল লিভ অর্থাৎ CL নেওয়া যায়না। সেক্ষেত্রে আর্নড লিভ বা EL নিতে হবে সরকারি কর্মীদের।
সেক্ষেত্রে কোনো কর্মী যদি সিএল নেয় তাহলে ছুটির জন্য আগাম আবেদন করার প্রয়োজন পড়ে না। কাজে যোগ দেওয়ার পরেও আবেদন করা যায়। কিন্তু ইএল-এর ক্ষেত্রে আগাম আবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। বর্তমানে সরকারি কর্মীদের ছুটির জন্য আবেদন অনলাইনে এইচআরএমএস পোর্টালের মাধ্যমে করতে হয়। এই বিষয়ে গত কয়েকদিন ধরে অফিসগুলিতে কর্মচারীদের মধ্যে এই আলোচনা হয়েই চলেছে। এমনকী সামাজিক মাধ্যমে সরকারি কর্মীদের বিভিন্ন গ্রুপে মাঝের দু’দিন কীভাবে ছুটি নেওয়া যায় তা নিয়ে রীতিমতো পরিকল্পনা চলছে।
প্রসঙ্গত, চলতি মাসে গত ৬ এপ্রিল ছিল রাম নবমী। সরকারি মতে সেদিন ছুটি থাকে। কিন্তু ওইদিন রবিবার পড়ায় একটি ছুটি মার গেল। এরপর গতকাল অর্থাৎ ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে সমস্ত সরকারি ক্ষেত্রগুলি ছুটি ছিল। এদিকে রাজ্যের সরকারী কর্মীদের ছুটি প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, প্রত্যেকে প্রাপ্য ছুটি কবে নেবেন তা একজন সরকারি কর্মীর অধিকারের মধ্যে পড়ে। কিন্তু সেই অধিকার কেড়ে নেওয়া আমাদের হাতে নেই। তাই ছুটি বিধির কোনও পরিবর্তন করা হয়নি।
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
This website uses cookies.