৩১শে মার্চের মধ্যে এই নথি জমা না দিলে বন্ধ হবে ভর্তুকি, কেন্দ্রের কড়া নির্দেশ

আপনি কি রান্নার গ্যাসের জন্য ভর্তুকি পেয়ে থাকেন? তাহলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার জেনে রাখা অবশ্যই প্রয়োজন। কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট জমা না দেওয়া হয় তাহলে বন্ধ হয়ে যেতে পারে রান্নার গ্যাসের ভর্তুকি। 

আধার যাচাই বাধ্যতামূলক, তবুও চলছে ঢিলেমি

২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকেই গ্যাস গ্রাহকদের জন্য আধার যাচাই বা কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত অনেক গ্রাহক সেই কাজ করে উঠতে পারেনি। এর ফলে সরকারের পক্ষ থেকে সময় সীমা বারবার বাড়িয়ে দেওয়া হচ্ছে। তবুও কাজের কাজ হচ্ছে না।

READ MORE:  CISF Constable Recruitment 2025: মাধ্যমিক পাসে অজস্র কনস্টেবল নিয়োগ CISF-এ, ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবে | Madhyamik Pass Job

এক সূত্রের খবর অনুযায়ী, এখনো প্রায় ৪০% গ্রাহকের আধার যাচাই করা বাকি রয়েছে। সার্ভার সমস্যার কারণে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ শেষ করতে পারেনি। আবার অনেক গ্রাহক হয়রানীর ভয়ে এই কাজ করছে না। ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। 

নির্ধারিত সময়সীমা ৩১শে মার্চ

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শেষ সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩১শে মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি কোন গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে ই-কেওয়াইসি সম্পন্ন না করেন, তাহলে তার ভর্তুকি বন্ধ হয়ে যাবে।

READ MORE:  মাত্র ১০ হাজার বিনিয়োগ, আয় হবে লাখে! রইল সামান্য পরিশ্রমেই দারুণ ব্যবসার সন্ধান । Unique Business idea of Selling Moonj Grass Products to Earn Rs 20000 every month । India Hood News

শুধুমাত্র আধার যাচাই নয়। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত ডকুমেন্টও আপডেট করা জরুরী। অনেকেরই ভর্তুকি বন্ধ হয়ে আছে শুধুমাত্র ভুল ব্যাংক অ্যাকাউন্ট তথ্য জমা দেওয়ার ফলে। তাই যারা এখনো ভর্তুকি পান না, তারা দ্রুত গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে ব্যাংকের সমস্ত তথ্য আপডেট করে আসুন।

যদি সময়মতো এই কাজ না করেন তাহলে গ্যাসের ভর্তুকি একেবারে বন্ধ হয়ে যাবে। তাই দেরি না করে সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ এখনই গ্রহণ করুন।

READ MORE:  নারী দিবসের আগেই ঢুকবে প্রত্যেক মহিলার ব্যাঙ্কে ২৫০০ টাকা, আপনি তালিকায় আছেন তো?
Scroll to Top