লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৩১শে মার্চ RBI ব্যাংকগুলিকে কড়া নির্দেশ দিল! অ্যাকাউন্ট থাকলেই দেখুন

Published on:

নতুন অর্থবছর শুরুর আগেই ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেলল, যা সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য জানা অত্যন্ত জরুরি। ২০২৪-২৫ অর্থবর্ষে সরকারি লেনদেন ঝামেলামুক্তভাবে সম্পন্ন করতে আগামী ৩১শে মার্চ ব্যাংকগুলোকে বিশেষ ক্লিয়ারিং অপারেশনে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক।

কেন এই বিশেষ ব্যবস্থা?

ভারতের আর্থিক বছর চলে ১লা এপ্রিল থেকে ৩১শে মার্চ পর্যন্ত। তাই ৩১শে মার্চের মধ্যেই সমস্ত সরকারি লেনদেন হিসাবভুক্ত করতে হয়। এবার ৩১শে মার্চ সোমবার পড়লেও তার আগের দুদিন শনিবার এবং রবিবার এবং এর পাশাপাশি ইদের দিনেও সোমবার ব্যাংকিং কার্যক্রম চলবে। 

READ MORE:  রেপো রেট নিয়ে জনগণকে স্বস্তি দিতে পারে RBI, কতটা কমবে? দাবি SBI-র রিপোর্টে

এই পরিস্থিতি সামাল দিতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে যে, ৩১শে মার্চ দিনটি অন্যান্য কার্যদিবসের মতই বিশেষ ক্লিয়ারিং এর জন্য বরাদ্দ থাকবে। 

সরকারি লেনদেনের জন্য বাড়তি সর্তকতা

রিজার্ভ ব্যাংক আগেই জানিয়েছিল, ২০২৪-২৫ অর্থবছরের সরকারি লেনদেন যাতে নির্দিষ্ট বছরের মধ্যে হিসাবভুক্ত করা হয়, তা নিশ্চিত করতে হবে। তাই আগামী সোমবার পর্যন্ত সমস্ত সরকারি লেনদেনের জন্য ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলিকে খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চেক ট্রানজেকশন সিস্টেমের মাধ্যমে বিশেষ ক্লিয়ারিং চালনা করারও নির্দেশ দেওয়া হয়েছে। 

কীভাবে চলবে এই বিশেষ ক্লিয়ারিং?

যেমনটা জানা যাচ্ছে, ৩১শে মার্চ ২০২৫, সোমবার শুধুমাত্র সরকারি চেক ক্লিয়ারিং এর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সমস্ত ব্যাংককে বাধ্যতামূলকভাবে এই বিশেষ ক্লিয়ারিংয়ে অংশ নিতে হবে।

READ MORE:  LPG Price Hike: মাসের শুরুতেই জোর ঝটকা, ফের বাড়ল LPG সিলিন্ডারের দাম! দেখুন নতুন রেট | Liquefied Petroleum Gas Cylinder Price Hike

আর এই ক্লিয়ারিং চলবে সন্ধ্যা ৫টা থেকে ৫ঃ৩০ পর্যন্ত। আর চেক প্রত্যাহারের সময় থাকবে রাত ৭টা থেকে ৭ঃ৩০ পর্যন্ত। সমস্ত CTS সদস্য ব্যাংককে নিশ্চিত করতে হবে যে, তারা এই নির্দিষ্ট সময়ে ক্লিয়ারিং সম্পন্ন করেছে। 

ব্যাংকগুলির জন্য বিশেষ নির্দেশ

ভারতীয় রিজার্ভ ব্যাংক সমস্ত সরকারি ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে যে, সরকারি লেনদেনের জন্য উন্মুক্ত শাখাগুলোতে পর্যাপ্ত কর্মী রাখতে হবে। পাশাপাশি ব্যাংকগুলিকে ক্লিয়ারিং সেটেলমেন্ট অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে। যাতে লেনদেন সংক্রান্ত কোনোরকম সমস্যা না হয়। এছাড়া যেকোন প্রযুক্তিগত সমস্যা বা বিলম্ব থাকলে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। 

READ MORE:  Provident Fund: লটারি লাগবে কর্মীদের, এবার ২১ হাজার টাকার বেতনেও PF-র সুবিধা, মিলবে বীমাও | PF Benefits And Insurance Will Be Available Even With A Salary Of 21,000 Rupee

নতুন অর্থবছরে শুরুতে যেন কোন প্রকার সরকারি লেনদেনের সমস্যা না হয়, বা আটকে না যায়, তা নিশ্চিত করতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই ৩১শে মার্চ দিনটি ব্যাংকগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার দেখার বিষয়, এই ক্লিয়ারিং এর বিষয়টি কত তাড়াতাড়ি সম্পন্ন হয়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.