৩১শে মার্চ RBI ব্যাংকগুলিকে কড়া নির্দেশ দিল! অ্যাকাউন্ট থাকলেই দেখুন
নতুন অর্থবছর শুরুর আগেই ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেলল, যা সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য জানা অত্যন্ত জরুরি। ২০২৪-২৫ অর্থবর্ষে সরকারি লেনদেন ঝামেলামুক্তভাবে সম্পন্ন করতে আগামী ৩১শে মার্চ ব্যাংকগুলোকে বিশেষ ক্লিয়ারিং অপারেশনে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক।
ভারতের আর্থিক বছর চলে ১লা এপ্রিল থেকে ৩১শে মার্চ পর্যন্ত। তাই ৩১শে মার্চের মধ্যেই সমস্ত সরকারি লেনদেন হিসাবভুক্ত করতে হয়। এবার ৩১শে মার্চ সোমবার পড়লেও তার আগের দুদিন শনিবার এবং রবিবার এবং এর পাশাপাশি ইদের দিনেও সোমবার ব্যাংকিং কার্যক্রম চলবে।
এই পরিস্থিতি সামাল দিতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে যে, ৩১শে মার্চ দিনটি অন্যান্য কার্যদিবসের মতই বিশেষ ক্লিয়ারিং এর জন্য বরাদ্দ থাকবে।
রিজার্ভ ব্যাংক আগেই জানিয়েছিল, ২০২৪-২৫ অর্থবছরের সরকারি লেনদেন যাতে নির্দিষ্ট বছরের মধ্যে হিসাবভুক্ত করা হয়, তা নিশ্চিত করতে হবে। তাই আগামী সোমবার পর্যন্ত সমস্ত সরকারি লেনদেনের জন্য ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলিকে খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চেক ট্রানজেকশন সিস্টেমের মাধ্যমে বিশেষ ক্লিয়ারিং চালনা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
যেমনটা জানা যাচ্ছে, ৩১শে মার্চ ২০২৫, সোমবার শুধুমাত্র সরকারি চেক ক্লিয়ারিং এর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সমস্ত ব্যাংককে বাধ্যতামূলকভাবে এই বিশেষ ক্লিয়ারিংয়ে অংশ নিতে হবে।
আর এই ক্লিয়ারিং চলবে সন্ধ্যা ৫টা থেকে ৫ঃ৩০ পর্যন্ত। আর চেক প্রত্যাহারের সময় থাকবে রাত ৭টা থেকে ৭ঃ৩০ পর্যন্ত। সমস্ত CTS সদস্য ব্যাংককে নিশ্চিত করতে হবে যে, তারা এই নির্দিষ্ট সময়ে ক্লিয়ারিং সম্পন্ন করেছে।
ভারতীয় রিজার্ভ ব্যাংক সমস্ত সরকারি ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে যে, সরকারি লেনদেনের জন্য উন্মুক্ত শাখাগুলোতে পর্যাপ্ত কর্মী রাখতে হবে। পাশাপাশি ব্যাংকগুলিকে ক্লিয়ারিং সেটেলমেন্ট অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে। যাতে লেনদেন সংক্রান্ত কোনোরকম সমস্যা না হয়। এছাড়া যেকোন প্রযুক্তিগত সমস্যা বা বিলম্ব থাকলে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।
নতুন অর্থবছরে শুরুতে যেন কোন প্রকার সরকারি লেনদেনের সমস্যা না হয়, বা আটকে না যায়, তা নিশ্চিত করতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই ৩১শে মার্চ দিনটি ব্যাংকগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার দেখার বিষয়, এই ক্লিয়ারিং এর বিষয়টি কত তাড়াতাড়ি সম্পন্ন হয়।
মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত শুক্রবার মায়ানমারে যে ভয়ংকর ভূমিকম্প (Earthquake) হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দড়ি টানাটানির ঘটনা আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে…
প্রীতি পোদ্দার, কলকাতা: মাঝ চৈত্রেই গরমের চোখরাঙানি যেন কালঘাম ছোটাচ্ছে রাজ্যবাসীর। ইতিমধ্যেই ছাতা ছাড়া রাস্তায়…
Redmi A5 বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় লঞ্চের পর, এবার গ্লোবাল মার্কেটে প্রবেশ করল। নতুন এই লো…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেলপথে হাইড্রোজেন ট্রেনের ট্রায়ালে (Hydrogen Train Trial) বাধা। সূত্রের খবর, পরিকাঠামোগত…
This website uses cookies.