লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৩১ মার্চ ডেডলাইন! গাড়ির নম্বর প্লেট নিয়ে নয়া নিয়ম, না মানলেই ৫০০০ টাকা চালান

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাইক হোক কিংবা চার চাকা, এবার বদলে ফেলতে হবে বাহনের পুরনো নম্বর প্লেট। হ্যাঁ, সদ্য প্রকাশ্যে আসা একটি রিপোর্ট মারফত খবর, বাইক থেকে শুরু করে ফোর হুইলার সবেতেই হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) বাধ্যতামূলক করেছে সরকার। সূত্র বলছে, নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ নিরাপত্তা যুক্ত নম্বর প্লেট বা HSRP না লাগালে ট্রাফিক পুলিশের তরফে কাটা হবে মোটা অঙ্কের চালান। কাজেই মোটা টাকার দণ্ডী ও আইনি ঝক্কি থেকে বাঁচতে আগামী মার্চের মধ্যেই নিজের স্কুটার, বাইক অথবা ফোর হুইলারের নম্বর প্লেটটি বদলে ফেলুন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

HSRP কী?

HSRP আসলে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর প্লেট। এটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি একটি নম্বর প্লেট যার ঠিক ওপরের কোণে ক্রোমিয়াম ভিত্তিক হলোগ্রাম রয়েছে যেখানে সংশ্লিষ্ট গাড়িটির যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এছাড়াও এই উচ্চ নিরাপত্তা যুক্ত নম্বর প্লেটটিতে একটি অনন্য লেজার কোডও দেওয়া হয়, যা প্রতিটি গাড়ির জন্য আলাদা আলাদা হয়ে থাকে।

READ MORE:  Huge Discount On Wagon R: স্টক খালি করতে সবথেকে জনপ্রিয় গাড়িতে বিপুল ছাড় দিচ্ছে Maruti, আজই করুন বুক | Maruti Suzuki Discount

মূলত নিরাপত্তার কারণেই এই কোড নম্বর প্লেটটিতে ইন্সটল করার থাকে। সূত্র বলছে, নতুন গাড়ির পাশাপাশি অপরিবর্তনযোগ্য লেজার কোড যুক্ত হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর প্লেট পুরনো গাড়িতেও ইন্সটল করা আবশ্যিক।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

HSRP-র জন্য অনলাইনে আবেদন করুন

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট ফোর হুইলার কিম্বা টু হুইলারে ইনস্টল করতে হলে অনলাইন অফলাইন দুই মাধ্যমেই আবেদন করা যায়। একজন চালক চাইলেই সরকারের অনুমোদিত অফিসিয়াল পোর্টাল Bookmyhsrp.com থেকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে HSRP অর্থাৎ উচ্চ নিরাপত্তা যুক্ত নম্বর প্লেটের জন্য আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন? নিচের প্যারায় রইল বিস্তারিত।

READ MORE:  বাংলায় বন্ধের মুখে ১২০০ কলেজ, কেন্দ্রের নির্দেশে সিঁদুরে মেঘ দেখছে বিএড-ডিএলএড প্রতিষ্ঠানগুলি

কীভাবে হাই সিকিউরিটি নম্বর প্লেটের জন্য আবেদন করবেন?

সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর প্লেটের জন্য আবেদন করতে চাইলে প্রথমেই সরকার অনুমোদিত Bookmyhsrp.com পোর্টালে ঢুকে ‘হাই সিকিউরিটি নম্বর প্লেট উইথ কালার স্টিকার’ অপশনটি বেছে নিতে হবে। এরপর পরবর্তী পেজ ওপেন হলে সেখানে গাড়ি বা বাইকের যাবতীয় প্রয়োজনীয় তথ্য যেমন গাড়ির নম্বর, চেসিস নম্বর, ইঞ্জিন নম্বরসহ ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে অ-পরিবহন বিকল্পটি বেছে নিতে হবে।

এরপর সামনে আসা একটি ফর্ম পূরণ করে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর প্লেটের জন্য আবেদন করতে হবে। বলে রাখি, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন চালক। পরবর্তীতে সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। উল্লেখ্য, আবেদনপত্র পূরণ করার সময় উচ্চ নিরাপত্তাযুক্ত নম্বর প্লেটের জন্য ফি জমা করতে হবে চালকদের।

অবশ্যই পড়ুন: অনেকটাই কমল কাঁচা তেলের দাম, কলকাতায় আজ পেট্রোল-ডিজেলের মূল্য কত?

শেষ পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে এক সপ্তাহের মধ্যে নম্বর প্লেটটি পেয়ে যাবেন আবেদনকারীরা। অনলাইন মাধ্যম ছাড়াও নিকটবর্তী RTO-তে গিয়ে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর প্লেটের জন্য আবেদন করতে পারবেন ফোর হুইলার বা টু হুইলার চালকরা।

READ MORE:  প্রতিমাসে মোবাইলেই হিসেব দেবে নবান্ন, ১.৭৬ কোটি মানুষের জন্য নয়া পরিষেবা রাজ্য সরকারের

উল্লেখ্য, বেশ কিছু রিপোর্ট মারফত খবর, আগামী 31 মার্চ তারিখের মধ্যে নিজের বাইক অথবা ফোর হুইলারের পুরনো নম্বর প্লেট বদলে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর প্লেট লাগিয়ে নিতে হবে চালকদের। অন্যথায় 5 হাজার টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.