লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৩১ মার্চ শেষ সুযোগ, SBI-র ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে ঘরে আনুন ৪০,০০০ টাকা

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রাহকদের ভবিষ্যতের কথা চিন্তা করে গত বছরই অমৃত বৃষ্টি নামক একটি আকর্ষণীয় সঞ্চয়ী স্কিম নিয়ে হাজির হয় ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)। 2024 সালের 16 জুলাই চালু হওয়া এই দুর্দান্ত স্কিমটি প্রতিযোগিতামূলক সুদের হার এবং সিনিয়র সিটিজেনদের একচেটিয়া সুবিধা প্রদান করে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

জানা যাচ্ছে, আমানতকারীরা যদি এই স্কিমে টাকা রাখেন সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক সুদের হারের ওপর ভিত্তি করে মেয়াদ শেষে মোটা অঙ্কের অর্থ ঘরে তুলতে পারবেন। সূত্রের খবর, SBI তাদের এই নয়া ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগের শেষ তারিখ ঘোষণা করেছে। কাজেই সুযোগ হাতছাড়া হওয়ার আগে এই স্কিমে বিনিয়োগ করতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

SBI-র অমৃত বৃষ্টি স্কিম কী?

গত বছরের জুলাইয়ে চালু হওয়া ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত বৃষ্টি স্কিম আসলে একটি ফিক্সড ডিপোজিট স্কিম। 444 দিনের মেয়াদ যুক্ত এই FD স্কিমটিতে বিনিয়োগ করে বার্ষিক 7.25 শতাংশ সুদ পান সাধারণ গ্রাহকরা। তবে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক তাদের এই স্কিমে 7.75 শতাংশ বার্ষিক সুদ প্রদান করে। যার দরুণ নির্দিষ্ট অর্থের ওপর উচু সুদের হার উপভোগ করতে পারেন গ্রাহকরা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

যোগ্যতার মানদণ্ড

এই স্কিমটি মূলত গার্হস্থ্য খুচরো মেয়াদি আমানতে 3 কোটি টাকার নিচে। নতুন আমানতের পাশাপাশি চালু রয়েছে এমন আমানতের পুনর্নবীকরণেও এই স্কিম প্রযোজ্য। এছাড়াও মেয়াদি আমানত এবং বিশেষ মেয়াদি আমানত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। বলে রাখা ভাল এই স্কিমের মধ্যে রেকারিং ডিপোজিট থেকে শুরু করে ট্যাক্স-সেভিংস ডিপোজিট, অ্যানুইটি ডিপোজিট, মাল্টি-অপশন ডিপোজিট (MODs), ক্যাপিটাল লাভ স্কিম, সিনিয়র সিটিজেনদের NRI ডিপোজিট অন্তর্ভুক্ত নয়।

READ MORE:  Ponzi Scheme: Treasure NFT-তে বিনিয়োগ করেছেন? পড়বেন চরম ফ্যাসাদে! সতর্ক করল পশ্চিমবঙ্গ পুলিশ | West Bengal Police Over Investment In NFT

ন্যূনতম কত টাকা রাখা যায়?

SBI জানিয়েছে, অমৃত বৃষ্টি স্কিমে নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে ন্যূনতম 1000 টাকা দিয়ে বিনিয়োগ করা যেতে পারে। তবে এই স্কিমের ক্ষেত্রে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। রিপোর্ট বলছে, এই স্কিমে যদি 444 দিনের মেয়াদে নির্দিষ্ট অর্থ রাখা যায় সেক্ষেত্রে মেয়াদ শেষে প্রতিযোগিতামূলক সুদের ওপর ভিত্তি করে মোটা টাকা হাতে আসবে।

READ MORE:  Organic Soap Business: দিনে ২ ঘন্টা দিয়ে শুরু করুন পার্ট টাইম ব্যবসা, প্রতিমাসে আয় হবে চাকরির ডবল টাকা | All You Need to Know about Organic Soap Selling Business

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি কোনও গ্রাহক 444 দিনের পূর্ণ মেয়াদে স্টেট ব্যাঙ্কের অমৃত বৃষ্টি স্কিমে 4 লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে মেয়াদ শেষে সুদসহ 4 লক্ষ 36 হাজার 273 টাকা হাতে পাবেন তিনি। অর্থাৎ মূল অর্থের সাথে যুক্ত হচ্ছে 36 হাজার 273 টাকা সুদ। সে ক্ষেত্রে টাকার অঙ্ক বেশি হলে সুদের অর্থ বেশি হবে।

READ MORE:  Business Idea: বিরাট চাহিদা, এক কামরায় মাত্র ৫০০০ টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতিমাসে হবে মোটা আয় | Start Mushroom Farming Business And Earn In Lakh

ঘরে বসেই বিনিয়োগ করুন অমৃত বৃষ্টির স্কিমে

SBI জানিয়েছে, অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হলে নিকটবর্তী স্টেট ব্যাঙ্কের কোনও শাখা কিংবা ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন নেই। জানা যাচ্ছে, বাড়িতে বসেই SBI YONO অ্যাপের মাধ্যমে SBI Amrit Vrishti FD স্কিমে বিনিয়োগ করা যায়।

আর পড়ুনঃ মার্চ মাস জুড়ে শুভ যোগ! লটারি কেটে মালামাল হবেন এই রাশির ব্যক্তিরা

বিনিয়োগের শেষ তারিখ

বেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের Amrit Vrishti FD স্কিমে বিনিয়োগের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। সূত্র বলছে, ভারতের বৃহত্তম ব্যাঙ্কটি আগামী 31 মার্চ পর্যন্ত এই স্কিমে বিনিয়োগের সময় নির্ধারণ করে দিয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে গ্রাহকদের Amrit Vrishti FD স্কিমে নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করতে হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.