৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Motorola Edge 50 Fusion ফোনে ৬ হাজার টাকা ডিসকাউন্ট

বর্তমান সময়ে Motorola একটি জনপ্রিয় ব্র্যান্ড। সংস্থার এজ সিরিজের ডিভাইসগুলি বাজারে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আপনিও চাইলে এই সিরিজের একটি ফোন কিনতে পারবেন। স্মার্টফোনটি ২০ হাজার টাকার রেঞ্জে দুর্দান্ত ফিচার অফার করে। এই হ্যান্ডসেটের নাম Motorola Edge 50 Fusion। এর উপর ১৯ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরসাথে রয়েছে ব্যাঙ্ক অফার। আসুন ফোনটি কত দামে কেনা যাচ্ছে দেখে নেওয়া যাক।

Motorola Edge 50 Fusion এর দাম ও অফার

মোটোরোলা এজ ৫০ ফিউশন এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা হলেও, এটি অ্যামাজনে ২০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর সাথে এক্সচেঞ্জ অফার রয়েছে। ডিভাইসটি ফরেস্ট ব্লু, ফরেস্ট গ্রিন, হট পিঙ্ক এবং মার্শমেলো ব্লু কালার অপশনে এসেছে।

READ MORE:  অপেক্ষা শেষ! Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra এর সেল শুরু হবে এই দিন থেকে, দেখুন ফিচার

Motorola Edge 50 Fusion এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা এজ ৫০ ফিউশন স্মার্টফোনের সামনে দেখা যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০০ x ১০৮০ পিক্সেল এবং ১৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে।

READ MORE:  iPhone 15: সবচেয়ে কম দামে iPhone 15, অ্যামাজন নাকি ফ্লিপকার্টে কম দামে বিক্রি হচ্ছে | Iphone 15 low price Flipkart Amazon offer

ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৫০ ফিউশনের ব্যাক সাইডে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরায় ডুয়াল ক্যাপচার, স্পট কালার, পোর্ট্রেট, লাইভ ফিল্টার, গ্রুপ সেলফি, প্রো মোড এবং অটো স্মাইল ক্যাপচারের মতো ফিচার সাপোর্ট করবে।

READ MORE:  ৭ হাজার টাকার কমে Redmi সহ সেরা তিন স্মার্টফোন, পাবেন ১২ জিবি র‌্যাম সহ বড় ব্যাটারি | Best Smartphone Under 7000 Rupees

Motorola Edge 50 Fusion স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ জাম্বো ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য রয়েছে টাইপ-সি পোর্ট।

Scroll to Top