প্রীতি পোদ্দার, কলকাতা: গত এক বছর ধরে ২৬ হাজার শিক্ষকের চাকরি (SSC) বাতিলকে ঘিরে সুপ্রিম কোর্টে মামলা হয়েই আসছিল। আর এই মামলাকে ঘিরে একের পর এক শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। কিন্তু বারবার শুনানিতে উঠে আসছিল ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ বাছাই করার কথা। কিন্তু শেষ অবধি বাছাই প্রক্রিয়া হল না। বলির পাঠা হতে হল সকলকে। গতকাল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া গোটা প্যানেল বাতিল করে দিল। এবং এই বিষয়ে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে খুব শীঘ্রই নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। যা রাজ্য সরকারের ‘নতুন বিড়ম্বনা’ বলে মনে করছেন অনেকে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কী বললেন মুখ্যমন্ত্রী মমতা?
শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের এই রায়ে একসঙ্গে এতজনের চাকরি চলে যাওয়ায় স্কুলের পঠনপাঠন সহ শিক্ষা সংক্রান্ত আরও বিষয় নিয়ে উদ্বেগ বেড়েছে শিক্ষা দফতরের। তাই সেই ব্যাপারে আলোচনা করতে সঙ্গে সঙ্গে নবান্নে বৈঠকের আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপর নবান্নে সাংবাদিক সম্মেলন করে সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে তুলে নিয়ে লাইন ধরে পড়ে শোনান মুখ্যমন্ত্রী। তিনি জানান, আমরা রায়টা খতিয়ে দেখেছি, মিডিয়ায় টাকা ফেরত দেওয়া নিয়ে অনেক খবর হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁরা ইতিমধ্যেই চাকরি পেয়েছে তাঁদের কোনও টাকা ফেরত দিতে বলা হবে না।
সাংবাদিক বৈঠকে এসএসসি চেয়ারম্যান!
অন্যদিকে আজ দুপুর ১ টায় সাংবাদিক বৈঠকে বসার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার এর। সময় মত বসেছিলেন বৈঠকে। সেই আলোচনায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর থেকেই প্রশ্ন উঠছে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে। সেই ব্যাপারেই আজ চাকরিহারাদের খানিকটা আশার আলো দেখালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানালেন, “ আমরা রাজ্যের তরফে চিঠি পেয়েছি। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগের কাজ শুরু হবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে।” কিন্তু আদালত যেখানে তিন মাসের মধ্যে কাজ করতে বলেছেন সেখানে এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। তবে আমরা দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করছি। যারা ‘দাগি’ নন, নির্দেশ মেনে তাঁদের বয়সের খানিকটা ছাড় দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
চাকরিহারাদের সাহস জোগালেন SSC র চেয়ারম্যান
এছাড়াও আজকের সাংবাদিক বৈঠকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “২২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন আগেরবারে। পরীক্ষা নিতে হবে, ফলাফল প্রকাশ, অত ইন্টারভিউ নেওয়া, প্যানেল প্রকাশ, প্যানেলের মেয়াদ থাকে তো ১ বছর, ফলে পরবর্তী প্যানেলের জন্য অপেক্ষা করা, তাই সবটা এই ৩ মাসের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব নয়। তার পরেও কীভাবে সবটা কতটা দ্রুত করা যায়, তা নিয়ে আমরা আলোচনাও করছি। আইনি পরামর্শও নেওয়া হচ্ছে।” সবশেষে চাকরিহারাদের উদ্দেশে তিনি বলেন, “ধৈর্য হারাবেন না!”