লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৪০,০০০ টাকার সস্তা মূল্যে একজোড়া ইলেকট্রিক স্কুটার লঞ্চ করলো Ola Electric, দাম দেখে অবাক সকলে

Published on:

ভারতের বাজারে নতুন একটি চমক নিয়ে আসছে Ola Electric। তারা আনুষ্ঠানিকভাবে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। নতুন দুটি ইলেকট্রিক স্কুটারের মধ্যে একটি ডেলিভারি ব্যবহারের জন্য এবং আরেকটি সাধারণ মানুষের জন্য। নতুন এই স্কুটার দুটির নাম হলো Ola Gig এবং Ola S1 Z। এই ইলেকট্রিক স্কুটারের বিশেষত্ব হিসেবে উভয় মডেলেই রয়েছে রিমুভেবল ব্যাটারি, যা স্কুটার ব্যবহারে নতুন এক দিগন্ত খুলে দেবে বলে মনে করছে সংস্থাটি। এই নতুন দুটি ইলেকট্রিক স্কুটার সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Ola Gig ডেলিভারি ব্যবহারের জন্য আদর্শ স্কুটার

Ola Gig মূলত ডেলিভারি চালকদের জন্য তৈরি। এই মডেলটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Gig এবং Gig Plus। Gig এর দাম শুরু হচ্ছে ৪০,০০০ টাকা (এক্স-শোরুম) এবং Gig Plus এর দাম ৫০,০০০ টাকা (এক্স-শোরুম)। দুটি মডেলেই রিমুভেবল ব্যাটারি থাকবে, যার মাধ্যমে ব্যাটারি সহজেই খুলে চার্জ করা যাবে। Gig মডেলটিতে রয়েছে ২৫০ ওয়াট মোটর, যা সর্বোচ্চ ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলতে পারে। তাই, এই স্কুটারে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না। এছাড়া, Gig Plus মডেলটি সম্পূর্ণ চার্জে ১৫৭ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম, এবং এর সর্বোচ্চ গতিবেগ হবে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সংস্থার দাবি, রিমুভেবল ব্যাটারি একটি বড় সুবিধা, কারণ এটি ব্যাটারি চার্জ করতে সহজতর করবে, যা ফিক্সড ব্যাটারির তুলনায় অনেক বেশি সুবিধাজনক। পুরো ব্যাটারি ফুল চার্জে ১১২ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।

READ MORE:  ইউজারদের জন্য মুকেশ আম্বানির বিশেষ উপহার! ৩১ জানুয়ারি পর্যন্ত উপলব্ধ Jio-এর স্পেশাল প্ল্যান

Ola S1 Z: ব্যক্তিগত ব্যবহারের জন্য উপযুক্ত

ওলা ইলেকট্রিকের S1 সিরিজের অংশ হিসেবে নতুন দুটি মডেল বাজারে এসেছে – S1 Z এবং S1 Z+। শহুরে ব্যবহারের জন্য উপযুক্ত এই স্কুটারটির S1 Z ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এটি একটি ২.৯ কিলোওয়াট হাব মোটর দ্বারা পরিচালিত। এই মডেলটি ডুয়েল ব্যাটারি সেটআপে কাজ করবে, যার রেঞ্জ ১৪৬ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার। অন্যদিকে, S1 Z+ মডেলটির দাম ৬৪,৯৯৯ টাকা(এক্স-শোরুম)। এতে কোন বড় পরিবর্তন না থাকলেও, কিছু অতিরিক্ত অ্যাক্সেসরিজ যোগ করা হয়েছে, যা ব্যবহারের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে।

READ MORE:  আজ থেকে দেশে শুরু হল Samsung Galaxy S25 সিরিজের সেল, দাম, অফার ও ফিচার জানুন

বুকিং এবং ডেলিভারি

ওলা জানিয়েছে যে, তাদের নতুন মডেলগুলির বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। ৪৯৯ টাকায় মডেল দুটি বুক করা যাবে। ২০২৫ সালের এপ্রিল মাসে এই স্কুটারের ডেলিভারি শুরু হবে। এতে আগ্রহী গ্রাহকরা নিজেদের পছন্দের মডেলটি অর্ডার করতে পারবেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.