লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৪০০০ টাকা দাম কমলো Moto E50 Pro এর, সীমিত সময়ের অফার দুর্দান্ত ক্যামেরা ফোনের উপর

Published on:

মোটোরোলার Moto E50 Pro মিড-রেঞ্জ বিভাগে একটি ঠাসা ফিচার সমৃদ্ধ স্মার্টফোন। সম্প্রতি Flipkart-এ একটি অফারে বেশ কমে পাওয়া যাচ্ছে এই হ্যান্ডসেট। এর আসল দাম ৩১,৯৯৯ টাকা হলেও, ডিভাইসটি ৪,০০০ টাকার ছাড়ে বিক্রি হচ্ছে। যারফলে ফোনটি ২৭,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। তবে সীমিত সময়ের জন্য থাকবে অফারটি।

Flipkart-এ Moto E50 Pro এর উপর ছাড়

ফ্লিপকার্টে বর্তমানে Moto E50 Pro এর আসল দাম ৩১,৯৯৯ টাকা থেকে কমে ২৭,৯৯৯ টাকা হয়েছে। ৪,০০০ টাকা ছাড় দেওয়ার ফলে, ফোনটি সাশ্রয়ী মূল্যের সেরা বিকল্প হয়ে উঠেছে। উপরন্তু, ফ্লিপকার্ট ব্যাংক ছাড়, এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই বিকল্পগুলির মতো সুবিধাও দিচ্ছে, যার দরুন আরও কম দামে কেনা যাবে এই স্মার্টফোন।

READ MORE:  Realme GT 6T 5G Camera: ৫০০০ টাকার ডিসকাউন্ট কুপন, ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের Realme GT 6T 5G আজ সবচেয়ে সস্তায় | Realme GT 6T 5G Discount Offer on Amazon

Moto E50 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে ও পারফরম্যান্স

মোটো ই৫০ ট্রো মডেলে ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ব্যবহারকারীরা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। মিলবে স্ন্যাপড্রাগন ৭ জেনারেশন ১ প্রসেসর, যা গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন ব্যবহারের জন্য দারুন কর্মক্ষমতা নিশ্চিত করবে।

ক্যামেরা ও ব্যাটারি

READ MORE:  Samsung Galaxy F06 5G vs Redmi 14C 5G: ১২ হাজার টাকার কমে স্যামসাং নাকি রেডমি ফোন সেরা হবে | Best Smartphone Under 12000

ক্যামেরা হিসেবে আছে ৫০ ​​মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ। এর ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দিয়ে অত্যাশ্চর্য ছবি তুলতে পারবেন, বহুমুখী ফটোগ্রাফির জন্য একটি আল্ট্রাওয়াইড এবং ম্যাক্রো লেন্সও রয়েছে। সাথে দেওয়া হয়েছে ৫,০০০mAh ব্যাটারি এবং ৬৮ ওয়াট দ্রুত চার্জিং সহ।

এছাড়া এই স্মার্টফোনে ক্লিন UI-সহ অ্যান্ড্রয়েড ১৪ সফ্টওয়্যার পাওয়া যাবে, যার মাধ্যমে ব্লাটওয়্যার-মুক্ত, প্রায়-স্টক অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

READ MORE:  Motorola Edge 60 Specification: বাজারে ঝড় তুলতে আসছে Motorola Edge 60, ২৪ জিবি র‌্যাম সহ থাকবে ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা | Motorola Edge 60 Render Design Image

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.