৪০০০ টাকা সস্তা হল Realme GT 6T 5G, অসাধারণ ক্যামেরার সাথে পাবেন শক্তিশালী ব্যাটারি
আপনি যদি ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন খোঁজ করে থাকেন তাহলে Realme GT 6T 5G আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এই ডিভাইসে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর এই মুহূর্তে ফোনটি অ্যামাজন ইন্ডিয়ায় বাম্পার ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৮ টাকা। তবে অ্যামাজনে ৩ হাজার টাকার কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
আবার ১,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পুরোনো স্মার্টফোন বদলে ২২,৮০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে উপলব্ধ অতিরিক্ত ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির বিনিময় নীতির উপর নির্ভর করবে।
রিয়েলমি জিটি ৬টি ৫জি যে এই ফোনে ২৭৮০x১২৬৪ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৮ ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৬০০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি ৬টি ৫জি ফোনে এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটির সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্যএইতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে চলে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.