৪০ বছর পর সংস্কার, বন্ধ হচ্ছে দমদম-টালিগঞ্জ মেট্রো পরিষেবা! কবে থেকে কবে?
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধ হতে পারে দমদম-টালিগঞ্জ মেট্রো পরিষেবা (Dumdum Metro)! সূত্রের খবর, দেশের প্রাচীনতম মেট্রো টানেল অর্থাৎ টালিগঞ্জ ও দমদমের মাঝে উত্তর-দক্ষিণ বা ব্লু লাইনের টানেল পুনর্গঠনের পথে হেঁটেছে মেট্রো রেল। জানা যাচ্ছে, ভারতের বহু পুরনো এই মেট্রো টানেল পুনর্গঠনের জন্য কমপক্ষে 4 বছরের প্রকল্প হাতে নিয়ে নামছে মেট্রো। ফলত, টানেলের কাজ চলাকালীন বিভিন্ন সময় ধাপে ধাপে একাধিক মেট্রো আংশিক বা সম্পূর্ণরূপে বন্ধ থাকতে পারে।
সম্প্রতি মেট্রো রেলের জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, মেট্রোর পরামর্শদাতা সংস্থা RITES টানেলের জন্য একটি বৃহৎ সমীক্ষা চালাচ্ছে। এই সমীক্ষার মাধ্যমে, সিভিল স্ট্রাকচার থেকে ট্র্যাকের পরিকাঠামো ব্যবস্থার একটা সার্বিক মূল্যায়ন করা যাবে। মেট্রো রেলের ওই কর্তা বলেন, সমীক্ষা একেবারে শেষের পথে।
আর কিছুদিনের মধ্যেই রিপোর্ট হাতে আসবে। এদিন রেড্ডি আরও জানান, ওই রুটের পুরনো স্টেশনগুলিতে লিফট বা এসকেলেটর বসানো যায় কিনা তা নিয়েও সমীক্ষা চালাবে RITES। সম্ভবপর হলে, রেল বোর্ডের সাথে কথা বলে তার জন্য টাকাও দাবি করা যেতে পারে।
40 বছরেরও বেশি সময় ধরে কোনওরকম সংস্কার ছাড়াই পড়ে রয়েছে টানেলটি। যদিও প্রতিমুহূর্তে রেল টানেলটির রক্ষণাবেক্ষণ চালাচ্ছে, তবে দীর্ঘ সময় ধরে এটি একভাবে পড়ে থাকায় দেয়াল থেকে ধস এবং ট্র্যাক ফিটিংয়ের ক্ষয়, যাবতীয় সমস্যা দেখা দিয়েছিল। আর সেই কারণেই বিপদ এড়াতে তড়িঘড়ি টানেল সংস্কারের কাজে হাত লাগালো মেট্রো রেলওয়ে।
অবশ্যই পড়ুন: শ্রেয়সদের বিরুদ্ধে নাইট শিবিরে বড় চমক! পাঞ্জাবের ম্যাচে কেমন হবে KKR-র একাদশ?
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, টানেলের কাজ চলাকালীন যাতে কোনও রকম বিঘ্ন না আসে সেজন্য দিনের বেশ কিছুটা সময় পরিষেবা বন্ধ রাখা হতে পারে। টানেল সংস্কারের পাশাপাশি উত্তর-দক্ষিণ লাইনের সিগনালিংয়ও আপগ্রেড করবে মেট্রো। মূলত, ভবিষ্যতের চাপ ও যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই ব্লু লাইনের টানেল পুনর্গঠনের কাজে হাত দিচ্ছে ভারতীয় রেল।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পথ চলাটা শুরু হয়েছিল গুটি গুটি পায়ে। 2022 সালের India Hood এখন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলা নববর্ষের সন্ধ্যায় প্রীতির পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে শাহরুখ খানের কলকাতা নাইট…
স্যামসাং তাদের প্রিমিয়াম স্মার্টফোনের উপর বাংলা নববর্ষের অফার ঘোষণা করল। এই অফারে সংস্থার প্রিমিয়াম ফোন…
আজ পয়লা বৈশাখ, কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে উৎসবের আনন্দে ছায়া ফেলেছে প্রকৃতির রুদ্ররূপ। আলিপুর আবহাওয়া দফতরের…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রধান বিচারপতির এক সিদ্ধান্তেই রাতারাতি চাকরিহারা হয়ে গিয়েছে প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী।…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা Narcotics Control Bureau (NCB) এর…
This website uses cookies.