শ্বেতা মিত্র, কলকাতা: বাংলাজুড়ে আপাতত টানা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই বাংলার আবহাওয়ার বদল ঘটেছে। ভরে কুয়াশা, ঠান্ডা তো রয়েছেই, সেইসঙ্গে সারাদিন মেঘলা আকাশ, কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবারও সেটার ব্যতিক্রম ঘটবে না। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আবার কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস ইঙ্গিত দিয়েছে যে বঙ্গোপসাগর থেকে নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে তীব্র আর্দ্রতা প্রবেশের কারণে দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং বজ্রপাত প্রভাব ফেলবে। আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় কমলা তো আবার কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা করা হয়েছে। এর পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে দমকা হাওয়ার মাত্রা ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘন্টা হতে পারে।
অন্যদিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতায়। বজ্রবিদ্যুতের সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গের আবহাওয়া
দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত একইরকম পরিস্থিতি অব্যাহত থাকবে। আপাতত আকাশ আংশিক মেঘলা থাকবে।
আগামীকালের আবহাওয়া
এদিন দক্ষিণবঙ্গের এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বইবে দমকা হাওয়া। দার্জিলিং ও কালিম্পঙ-এ বৃষ্টি হবে।