শ্বেতা মিত্র, কলকাতা: রাজ্য বাজেট ২০২৫-এ লক্ষ লক্ষ সরকারি কর্মীর লটারি লেগেছে। পশ্চিমবঙ্গ সরকার অবশেষে ৪ শতাংশ হলেও DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। তবে এই ডিএ নিয়ে মোটেও খুশি নন একাংশ কর্মী। কেউ কেউ বলছেন সরকার ভিক্ষা দিয়েছে। অর্থাৎ সরকারের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা যে কারোর ‘মনের মতো’ হয়নি সেটা বুঝতে বাকি নেই। কিন্তু এরই মাঝে ডিএ ইস্যুতে সুপ্রিম কোর্টে নয়া পদক্ষেপ নিলেন বাংলার সরকারি কর্মীরা। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এবার কর্মীরা যে স্টেপ নিয়েছে তার জেরে সরকার অস্বস্তিতে পড়বে সেটা বলাই বাহুল্য।
এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন
Join Now
বড় পদক্ষেপ সরকারি কর্মীদের
গতকাল বুধবার রাজ্য বাজেট পেশ করার সময়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন যে সরকারি কর্মীদের আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার অনুমোদন দেওয়া হল। আগে যেখানে ১৪% ডিএ দেওয়া হচ্ছিল, এবার সেটা বেড়ে আগামী দিনে ১৮% হতে চলেছে। এই নতুন ডিএ কার্যকর হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে, অর্থাৎ মাঝে আর মাত্র একটা মাস। এরই মাঝে সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ মামলা চলছে, তা নিয়ে শীর্ষ আদালতের রেজিস্ট্রারের কাছে ইমেল পাঠানো হল সরকারি কর্মীদের তরফে বলে খবর।
কী বলছেন মলয় মুখোপাধ্যায়?
DA ইস্যুতে আদালতে নতুন মেইল করা হয়েছে সেটা বলে দাবি করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি নিজের ফেসবুক পেজে এই বিষয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘ডিএ মামলা সত্বর শোনার জন্য মাননীয় সর্বোচ্চ আদালতের রেজিস্টারের কাছে ১২|০২|২৫ অনুরোধ জানিয়ে মেল করা হয়।’
প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন
Join Now
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সুপ্রিম কোর্টে যে মেল করা হয়েছে, তাতে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ শেখর কুমার জানিয়েছেন, ডিএ মামলার পরবর্তী শুনানির সম্ভাব্য দিন হিসেবে শীর্ষ আদালতের ওয়েবসাইটে ২৫ মার্চ (২০২৫ সাল) দেখানো হচ্ছে। সেদিন যাতে শীর্ষ আদালত সেই মামলা শোনে, সেই আর্জি জানানো হচ্ছে।গত ৭ জানুয়ারি শেষবার সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠেছিল। তবে সেইসময় শীর্ষ আদালতে শুনানি পিছিয়ে গিয়েছিল। মার্চে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টে ঝুলে DA মামলা
বকেয়া ও বর্ধিত হারে ডিএ বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন করে আসছেন সরকারি কর্মীরা। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। তবে এখনো অবধি দেশের শীর্ষ আদালতের তরফে আশানুরূপ রায় দেয়নি আদালত। বারবার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। অন্যদিকে এরই মাঝে বাংলার সরকার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে মাস্টারস্ট্রোক দিয়েছে।