৪% DA বৃদ্ধি সরকারের, মমতাকে ধন্যবাদ জানাবেন সরকারি কর্মীরা
শ্বেতা মিত্র, কলকাতা: সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি উপস্থাপিত রাজ্য বাজেটে DA বা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) ৪% বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ এখন ১৪ থেকে বেড়ে ১৮ শতাংশ করা হয়েছে সকলের মহার্ঘ ভাতা। যদিও এই বৃদ্ধি নিয়ে মোটেও খুশি নন সরকারি কর্মীদের একাংশ। এই DA বৃদ্ধির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা । রাজ্য সরকারি কর্মচারী সমিতি তাদের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের সামনে তাদের লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এবার কিছু সংখ্যক সরকারি কর্মী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানাবে।
বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হবে নতুন ডিএ। এর জেরে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ। আর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানাবে তৃণমূল-ঘনিষ্ঠ সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
এক নির্দেশিকা অনুযায়ী, সোমবার রাজ্যের জেলাশাসক কার্যালয়, মহকুমা ও ব্লক অফিস, কলকাতা-সহ জেলা সদর, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং আঞ্চলিক দফতরগুলিতে ধন্যবাদ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মূল আকর্ষণ হবে টিফিনের সময় ছোট সভা, গেট মিটিং ও মিছিল। কলকাতা থেকে প্রত্যন্ত জেলায় ছড়িয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর বার্তা। সরকারি অফিসগুলিতে ধন্যবাদ জ্ঞাপক ব্যানার টাঙানো হবে। ফেডারেশন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত সরকারি কর্মীদের স্বার্থে ইতিবাচক।
তবে ডিএ নিয়ে দাবি পূরণ না হওয়ায় ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে পাল্টা প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করবে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর তাতে একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা তা বারবার তাঁদের মন্তব্যে উঠে এসেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএয়ের ফারাক ৩৯ শতাংশ। আর এই বকেয়ার জায়গায় মাত্র ৪ শতাংশ ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান। শিক্ষক, সরকারি কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্কার।
তৃণমূল কর্মচারী ফেডারেশনের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘যে কোনও সরকারি কর্মচারী সংগঠনের কর্তব্য হল সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করা। কিন্তু দেখা যাচ্ছে, তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্য সরকারের পদলেহন করে রাজনৈতিক সংগঠনের মতো কাজ করছে যা কোনও সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে কাম্য নয়। ডিএ নিয়ে সরকার কর্মচারীদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা যে ভাবে আন্দোলন চালাচ্ছি, সে ভাবেই আন্দোলন চলবে।’’
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.