লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৫০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, কম দামে কিনুন OnePlus Pad 2 ও OnePlus Pad Go ট্যাবলেট

Published on:

গতকাল থেকে শুরু হয়েছে OnePlus রেড রাশ ডেজ সেল। এই সেল ১১ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। সেল চলাকালীন, স্মার্টফোনের পাশাপাশি OnePlus এর ট্যাবলেটে বাম্পার ছাড় পাওয়া যাবে। এছাড়াও ওয়াচ এবং ইয়ারবাডের মতো অন্যান্য প্রোডাক্টেও ডিসকাউন্ট দেওয়া হবে। ওয়ানপ্লাসের রেড রাশ ডেজ সেলে ট্যাবলেটে ৫০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তাই আপনি যদি নতুন ট্যাবলেট কিনতে চান এটাই সঠিক সময় কেনার।

OnePlus রেড রাশ ডেজ সেলে ট্যাবলেটে অফার

READ MORE:  Xiaomi Pad 7: বিরাট সুযোগ, শুরু হল Xiaomi Pad 7 ট্যাবলেটের সেল, দাম কত দেখুন | Xiaomi pad 7 tablet goes on sale today 13 January in india

OnePlus Pad 2

ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেলে ৯৫১০ এমএএইচ ব্যাটারি সহ আসা OnePlus Pad 2 ফ্লাট ২,০০০ টাকা এবং ৩,০০০ টাকা ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে, যার ফলে মোট ছাড় দাঁড়াবে ৫,০০০ টাকা। এছাড়াও, ক্রেতারা ৫,০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। প্যাডটি ৯ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অফারে কেনা যাবে।

এই ট্যাবলেটে ১২.১ ইঞ্চির ৩কে ডিসপ্লে আছে। এতে ৯৫১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাব ৪৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে এবং এতে ৬৭ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে। এটি মাত্র ৮১ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। ফটোগ্রাফির জন্য প্যাডে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত। উল্লেখ্য, ওয়ানপ্লাস প্যাড ২ এর ৮ জিবি + ১২৮ জিবি ভার্সন ৩৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল।

READ MORE:  OnePlus 13R Price: লঞ্চের পর প্রথমবার সবচেয়ে কমে OnePlus 13R, টেলিফটো ক্যামেরা সহ আছে দুর্ধর্ষ ফিচার | OnePlus 13R 50MP Telephoto Camera

OnePlus Pad Go

ওয়ানপ্লাস প্যাড গো ৩,০০০ টাকা ফ্লাট ছাড় এবং ২,০০০ টাকা ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। অর্থাৎ মোট ৫,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। ট্যাবলেটে ১১.৩৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা ৪০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ওয়ানপ্লাস প্যাড গো মিডিয়াটেক ডাইমেনসিটি জি৯৯ চিপসেট দ্বারা চালিত। ট্যাবলেটে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) সাপোর্ট সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। সাথে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ওয়ানপ্লাস প্যাড গো ট্যাবটি ৮০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  Lenovo Tab: ডুয়াল স্পিকার, বড় ডিসপ্লে, ও শক্তিশালী ব্যাটারির বাজেট ট্যাবলেট লঞ্চ করল Lenovo | Budget Lenovo tab launched globally

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.