৫০ টাকা বেড়েছে দাম, এবার বাড়িতে ডেলিভার হবে না LPG সিলিন্ডার! বিপদ বাড়বে আপনারও
প্রীতি পোদ্দার, কলকাতা: মূল্যবৃদ্ধির বাজারে জিনিসপত্রের দাম এতটাই ঊর্ধ্বমুখী হয়ে উঠছে যে ধার দেনার চাপে নাজেহাল অবস্থা সকলের। এদিকে গ্যাসের (LPG Cylinder) দাম প্রায় দিনই বাড়ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এখন কোনও LPG সিলিন্ডার কিনতে হলে পকেট থেকে খসাতে হয় ১০০০ এরও বেশি টাকা। তার উপর আবার কিছুদিন আগেই এলপিজি সিলিন্ডারের দামও হঠাৎ করে বেশ বেড়ে গিয়েছে। একধাক্কায় সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ানো হয়েছে। যার দরুন বেশ সমস্যায় পড়েছেন গ্রাহকরা। কিন্তু সেই সমস্যা আরও প্রকট হতে চলেছে। কারণ মে মাস থেকে LPG সিলিন্ডার পেতে সমস্যা বাড়বে।
মাসের পর মাস গ্যাসের দামও বৃদ্ধির ঝক্কি পোহানোর পাশাপাশি গ্রাহকদের গ্যাস ডেলিভারি চার্জ এর টাকাও গুনতে হয়। কখনও ৩০ টাকা তো কখনও আবার ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ নেয় ডেলিভারি পার্টনাররা। এদিকে প্রতিটি সংস্থার তরফেই জানানো হয়েছ প্রতিটি সিলিন্ডারের দামের সঙ্গেই ডেলিভারির টাকা যোগ করা থাকে, তবুও গ্রাহকদের কাছ থেকে টাকা তাঁদের নিতে হবে। কিন্তু এবার তাঁদের দাবি আরও বৃহৎ। জানা গিয়েছে ডিস্ট্রিবিউটর কমিশন বৃদ্ধি-সহ তাদের দীর্ঘদিনের দাবি পূরণ না করলে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিল এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন। অর্থাৎ বাড়িতে ডেলিভারি হবে না LPG সিলিন্ডার।
সূত্রের খবর, গতকাল অর্থাৎ রবিবার এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের তরফে হুঁশিয়ারি দিয়ে এক বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে তাদের কমিশন বাড়াতে হবে। তিন মাসের মধ্যে যদি অতিরিক্ত কমিশন সহ একাধিক দাবি পূরণ না করা হয়, তবে তারা দেশ জুড়ে ধর্মঘট করবেন। এই প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি বি এস শর্মা জানান যে গত শনিবার ভোপালে অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে বিভিন্ন রাজ্য থেকে আসা সদস্যরা দাবি প্রস্তাব অনুমোদন করেছে। এলপিজি সরবরাহকারীদের বর্তমান কমিশন খুবই কম। তা বৃদ্ধির দাবি নিয়ে আমরা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রককেও চিঠি লিখেছি।”
এছাড়াও কেন্দ্রীয় সরকারকে দেওয়া চিঠিতে সংগঠনের তরফে জানানো হয়েছে যে, এলপিজি ডিস্ট্রিবিউটরদের ব্যবসা পরিচালনা ব্যয় ক্রমে বাড়ছে। এর জন্য ন্যূনতম ১৫০ টাকা কমিশন দেওয়া উচিত। তেল সংস্থাগুলির বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ রয়েছে, সেই বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন। বলা হয়েছে, “চাহিদার উপর ভিত্তি করে এলপিজি সরবরাহ করা হয়। কিন্তু তেল সংস্থাগুলি কোনও চাহিদা না থাকলেও জোর করে ডিস্ট্রিবিউটরদের কাছে নন-ডোমেস্টিক সিলিন্ডার পাঠাচ্ছে। যা আইনি বিধানের পরিপন্থী। এটি অবিলম্বে বন্ধ করা উচিত।”
এক্ষেত্রে তাই দাবি পূরণ না হলে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জানা গিয়েছে আগামী তিন মাসের মধ্যে এই দাবিগুলি যদি পূরণ না করা হয়, তাহলে সমস্ত ডিস্ট্রিবিউটররা দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করবে। যার ফলে দেশজুড়ে এলপিজি সরবরাহ ব্যাহত হতে পারে। সমস্যায় পড়বে লক্ষ লক্ষ পরিবার। বিশেষ করে শহর ও আধা-শহুরে এলাকাগুলিতে এর প্রভাব বেশি পড়বে বলে মনে করা হচ্ছে। যার দরুন বেশ ভয়ের আবহেই রয়েছে গ্রাহকরা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.