লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Samsung Galaxy F16 5G, দাম ১৫ হাজার টাকার কমে

Published on:

স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের দুটি ফোন শীঘ্রই বাজারে আসছে। এই দুই ডিভাইসের নাম রাখা হবে Samsung Galaxy F16 এবং Samsung Galaxy F06। তবে ব্র্যান্ডটি এখনও এদের সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করেনি। যদিও একজন টিপস্টার আজ Galaxy F16 হ্যান্ডসেটের স্পেসিফিকেশন এবং দাম ফাঁস করেছেন। এছাড়া এর আগে জানা গিয়েছিল যে, স্মার্টফোনটি এই মাসে ভারতে লঞ্চ হবে।

রিপোর্ট অনুযায়ী, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এফ১৬ মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হবে। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আর গ্যালাক্সি এফ১৬ সম্ভবত গ্যালাক্সি এ১৬ ৫জি এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে।

READ MORE:  Realme P3 Ultra 5G Camera: 10000 টাকার কাছাকাছি দাম কমলো Realme P3 Ultra 5G ফোনের, রয়েছে 50MP সনি ক্যামেরা | Realme P3 Ultra 5G Price in India

ভারতে Samsung Galaxy F16 এর সম্ভাব্য দাম

টিপস্টার দেবায়ন রায় (@Gadgetsdata) স্যামসাং গ্যালাক্সি এফ১৬ এর দাম এক্স প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। তার পোস্ট অনুযায়ী, ভারতে এই হ্যান্ডসেটের দাম রাখা হবে ১৫,০০০ টাকার কম। উল্লেখ্য, গ্যালাক্সি এ১৬ গতবছর অক্টোবরে ভারতে ১৮,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল।

Samsung Galaxy F16 এর ফিচার (ফাঁস)

স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি ফুল‌ এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ৬এনএম ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর এবং ৮ জিবি LPDDR4X র‌্যাম দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে।

READ MORE:  দরকারি ফিচার্সের সঙ্গে একঝাঁক অত্যাধুনিক স্মার্টফোন তৈরি করছে Vivo, লঞ্চ হবে শীঘ্রই

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, স্যামসাং গ্যালাক্সি এফ১৬ মডেলে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

Photo Credit: smartprix

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.