৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০mAh ব্যাটারির Realme 14 Pro 5G ফোন এখন আরও সস্তায়
ফ্লিপকার্টে চলছে বিগ সেভিং ডেজ সেল। এই সেলে বাম্পার ডিসকাউন্টে একাধিক স্মার্টফোন কেনা যাচ্ছে। আমরা ইতিমধ্যেই এই সেলের বিভিন্ন অফার সম্পর্কে বলেছি। আজ এই প্রতিবেদনে Realme 14 Pro 5G ফোনের সাথে পাওয়া অফার সম্পর্কে জানাবো। এই দুর্দান্ত ফিচারের ডিভাইসটি ১০ শতাংশ ডিসকাউন্টে কেনা যাবে। এর পাশাপাশি ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে। আসুন স্মার্টফোনটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
রিয়েলম ১৪ প্রো ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে ১০ শতাংশ ডিসকাউন্টে ২৪,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। আর এই ডিভাইসের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
আবার এর সাথে ২০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। যেকোনো ব্যাঙ্কের কার্ডে এই অফার পাওয়া যাচ্ছে। তবে আপনি যদি পুরো পেমেন্ট করতে না চান তবে প্রতি মাসে ১,৩২২ টাকা ইএমআই দিয়েও ডিভাইসটি কিনতে পারবেন।
রিয়েলমি ১৪ প্রো ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি OLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন ২৩৯২×১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এর সর্বোচ্চ ব্রাইটনেস ৮০০ নিটস। পারফরম্যান্সের জন্য রিয়েলমি রিয়েলমি ১৪ প্রো ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ক্যামেরার কথা বললে, Realme 14 Pro 5G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ লেন্স যা ওআইএস সাপোর্ট করে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। ভিডিও কলিং ও সেলফির জন্য রিয়েলমি স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.